শালবাড়ী বাজারের রাস্তা নির্মাণে নিম্নমানের ইটের খোয়া ব্যবহারে এলাকাবাসীর তীব্র ক্ষোভ
এম,এ,মান্নান, স্টাফ রিপোর্টার,নিয়ামতপুর (নওগাঁ)
নওগাঁ জেলার নিয়ামতপুর উপজেলার অন্যতম গুরুত্বপূর্ণ জনবহুল এলাকা শালবাড়ী বাজার। এই বাজার সংলগ্ন প্রধান সড়কটির উন্নয়ন কাজ বর্তমানে চলমান রয়েছে। সরকারি অর্থায়নে পরিচালিত এই উন্নয়ন প্রকল্প ঘিরে শুরু থেকেই সাধারণ মানুষের প্রত্যাশা ছিল বেশ উঁচু। কিন্তু অল্প সময়ের মধ্যেই এলাকাবাসীর সেই আশা রূপ নিয়েছে চরম হতাশায়। কারণ, সড়ক নির্মাণ কাজে ব্যবহৃত ইটের খোয়া একেবারেই নিম্নমানের এবং তাতে মাটির পরিমাণ অত্যধিক, যা রাস্তাটির স্থায়িত্ব ও নিরাপত্তা দুইকেই প্রশ্নবিদ্ধ করছে। সিডিউল অনুযায়ী উক্ত রাস্তায় দুটি কালর্ভাট দেয়ার কথা থাকলেও একটি কালাভার্ট নিমর্ান করেছেন।বাকী ১টি কালাভার্টের কথা দায়িত্বশীল প্রকৌশলী জনাব মোঃ জাহিদুল ইসলামকে মুঠোফোনে যোগাযোগ করলে তিনি খারাপ আচরণ করেন। এই রাস্তা দিয়ে প্রতিদিন হাজারো মানুষ যাতায়াত করে থাকেন—স্কুল-কলেজগামী ছাত্রছাত্রী, কৃষক, ব্যবসায়ী, অসুস্থ রোগীবাহী যানবাহন সহ নানা শ্রেণিপেশার সাধারণ মানুষ। অথচ এমন একটি গুরুত্বপূর্ণ সড়কে যদি গুণগতমানহীন সামগ্রী ব্যবহার করা হয়, তাহলে তা শুধু অর্থের অপচয়ই নয়, বরং জনজীবনের ওপর একপ্রকার অবিচার।স্থানীয় এক বাসিন্দা মোঃ রেজাউল ইসলাম জানান,”রাস্তার কাজে যে ইটের খোয়া ব্যবহার করা হচ্ছে, তা স্পর্শ করলেই গুঁড়ো হয়ে যাচ্ছে। এতে মাটি মিশিয়ে কাজ চলছে। কিছু জায়গায় খোয়ার বদলে যেন ইটের গুঁড়ো বিছানো হয়েছে। এমন কাজ বরদাস্ত করা যায় না।”অন্য এক কৃষক ক্ষোভ প্রকাশ করে বলেন,”আমাদের এই রাস্তা দিয়ে ফসল নিয়ে হাটে যেতে হয়। এখন তো রোলারও ঠিকভাবে চালানো হয়নি। আর মাটি আর খোয়ার মিশ্রণে রাস্তাটা কয়েক মাসের মধ্যেই গর্তে পরিণত হবে।” স্থানীয়রা এই অনিয়মের বিরুদ্ধে সোচ্চার হয়ে উঠেছেন। তাঁরা দাবি করছেন, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (LGED) যেন অবিলম্বে সরেজমিনে তদন্ত করেন এবং নির্মাণ সামগ্রীর গুণমান যাচাই করেন। তারা আরও বলছেন, যদি অনিয়ম প্রমাণিত হয়, তাহলে সংশ্লিষ্ট ঠিকাদার ও দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করতে হবে।সরকার প্রতি বছর হাজার হাজার কোটি টাকা ব্যয় করছে দেশের যোগাযোগব্যবস্থা উন্নয়নে। অথচ মাঠপর্যায়ে যদি এসব উন্নয়ন কর্মকাণ্ডে দুর্নীতি ও গাফিলতি থাকে, তবে তা সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ করবে এবং সাধারণ মানুষ উন্নয়নের সুফল থেকে বঞ্চিত হবে। এলাকাবাসী মনে করছেন, এক্ষেত্রে যথাযথ মনিটরিং এবং স্বচ্ছতা ছাড়া প্রকৃত উন্নয়ন সম্ভব নয়।শালবাড়ী বাজারের এই সড়ক শুধু একটি রাস্তা নয়, এটি এলাকার অর্থনীতি, শিক্ষা ও স্বাস্থ্যসেবার সঙ্গে সরাসরি সম্পৃক্ত। তাই এই রাস্তার উন্নয়নকাজে নিম্নমানের খোয়া ব্যবহার কোনোভাবেই মেনে নেওয়া যায় না। এলাকাবাসী কর্তৃপক্ষের কাছে জোর দাবি জানিয়েছেন, যেন অবিলম্বে তদন্ত করে গুণগতমান নিশ্চিত করা হয় এবং জনস্বার্থে কাজের মানোন্নয়ন করা হয়।