মৌলভীবাজার জেলায় ১ লক্ষ চারা বিতরণ উপলক্ষে শ্রীমঙ্গলে চারা বিতরণ উদ্বোধন
মোঃআবদাল মিয়া, মৌলভী বাজার জেলা প্রতিনিধ
জেলা প্রশাসক,মৌলভীবাজার এর উদ্যোগে জেলায় ১ (এক) লক্ষ গাছের চারা বিতরণ কর্মসূচির আওতায় শ্রীমঙ্গল উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে গাছের চারা বিতরণ উদ্বোধন করেন প্রধান অতিথি মো: ইসরাইল হোসেন, জেলা প্রশাসক, মৌলভীবাজার।
এতে সভাপতিত্ব করেন মো: ইসলাম উদ্দিন, উপজেলা নির্বাহী অফিসার, শ্রীমঙ্গল, মৌলভীবাজার
আজ বুধবার ২৩ জুলাই ২০২৫ ইং তারিখ সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে বিতরণ কার্যক্রম সম্পর্কে এক আলোচনা সভার আয়োজন করা হয় এতে উপজেলার বিভিন্ন কর্মকর্তা কর্মচারী সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন। পরিশেষে উপজেলা কমপ্লেক্স মাঠে বিভিন্ন গাছের চারা রোপনের মাধ্যমে চারা বিতরণ শুরু হয়।
অনুষ্ঠান শেষে শিক্ষকদেরকে হাতে নিয়ে প্রতিষ্ঠানে ফিরতে দেখা যায়।