মুন্সীগঞ্জে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় কিন্ডারগার্টেন শিক্ষার্থীদের অন্তর্ভুক্তির দাবিতে মানববন্ধন
আরাফাত ভূঁইয়া শান্ত
জেলা, প্রতিনিধি,মুন্সীগঞ্জ
প্রাথমিক বৃত্তি পরীক্ষা ২০২৫-এ কিন্ডারগার্টেন শিক্ষার্থীদের অন্তর্ভুক্ত করার দাবিতে মুন্সীগঞ্জে মানববন্ধন কর্মসূচি হয়েছে।
আজ বুধবার (২৩ জুলাই) সকাল ১১টায় মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সামনে মুন্সীগঞ্জ জেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশন ঐক্য পরিষদের ব্যানারে এই কর্মসূচিতে জেলার বিভিন্ন উপজেলা থেকে আগত ২ শতাধিক কিন্ডারগার্টেন শিক্ষক অংশ নেয়।
মানববন্ধনে বক্তারা বলেন, ‘সরকার যখন সবার জন্য সমান শিক্ষা অধিকার নিশ্চিত করার কথা বলছে, তখন কেন কিন্ডারগার্টেনের শিক্ষার্থীরা প্রাথমিক বৃত্তি পরীক্ষার বাইরে থাকবে? এই বৈষম্যমূলক সিদ্ধান্তের দ্রুত পরিবর্তন চাই।
এতে উপস্থিত ছিলেন, সংগঠনের উপদেষ্টা অধ্যাপক জহিরুল ইসলাম, সভাপতি আখতার হোসেন, সাধারণ সম্পাদক এস এম ফাহিম ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মো. মনিরুজ্জামান (মনির), শ্রীনগর উপজেলা সভাপতি আ. লতিফ মিয়া, টংগিবাড়ী উপজেলা সভাপতি আওলাদ হোসেন, শ্রীনগর উপজেলা সাধারণ সম্পাদক মো. আবুল কালাম, সিরাজদিখান উপজেলার সভাপতি মো. আল মামুন, পঞ্চসার আইডিয়াল ইনস্টিটিউটের উপাধ্যক্ষ মো. ফারুকুজ্জামান, ব্রিলিয়্যান্ট ক্যাডেট কেজি স্কুলের অধ্যক্ষ শাহনাজ বেগম।
এছাড়াও বক্তব্য দেন, সিরাজদিখানের এডভোকেট মেহেদী হাসান আরজু ও মো. হেদায়েত উল্লাহ। সঞ্চালনায় ছিলেন, রেডরোজ আইডিয়াল স্কুলের অধ্যক্ষ উজ্জ্বল আহমেদ।
বক্তারা আরও বলেন, একই বয়সী শিক্ষার্থীরা এক পাঠ্যসূচিতে পড়ালেখা করলেও কেন কেবল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের বৃত্তি পরীক্ষায় সুযোগ দেওয়া হবে? কিন্ডারগার্টেনের শিক্ষার্থীদেরও এই পরীক্ষায় অংশগ্রহণের সমান অধিকার থাকা উচিত।
মানববন্ধন থেকে দ্রুত এ সিদ্ধান্ত পরিবর্তনের জন্য প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ দাবি করা হয়।