সাইদুল ইসলাম তানভীর বিশেষ প্রতিনিধি:
“মানুষ মানুষের জন্য” — এই মানবিক বার্তাকে হৃদয়ে ধারণ করে বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার চানপুরে বিমান দুর্ঘটনায় নিহত উত্তরা মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ছাত্র সামিরের কবর জিয়ারত করলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ রিয়াজুল ইসলাম এবং বিআরডিপি অফিসার পারভেজ আহমেদ।
আজ (তারিখ উল্লেখ করুন) সকালে তাঁরা সামিরের কবরের পাশে দাঁড়িয়ে দোয়া করেন এবং শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। এই সময় তাঁরা বলেন, সামির ছিল জাতির এক সম্ভাবনাময় ভবিষ্যৎ, যার অকাল মৃত্যু আমাদের সকলকে ব্যথিত করেছে। তাঁর আত্মার মাগফিরাত কামনা করে তাঁরা পরিবারকে সহমর্মিতা জানান।
উল্লেখ্য, সামির সম্প্রতি একটি প্রশিক্ষণ বিমান দুর্ঘটনায় নিহত হয়, যা সারাদেশে শোকের ছায়া ফেলেছে। তার গ্রামের বাড়ি মেহেন্দিগঞ্জ উপজেলার চানপুরে।
এই সফরের মাধ্যমে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে নিহত ছাত্রের পরিবারের পাশে থাকার অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়।