মর্মা*ন্তিক বিমান দূর্ঘ*টনায় নি*হত ও আহত*দের স্মরণে কক্সবাজার ব্লাড ডোনার্স সোসাইটির দোয়া মাহফিল অনুষ্ঠিত
এম কে হাসান বিশেষ প্রতিবেদক কক্সবাজার
আজ বুধবার বাদে আসর নামাজের পর কক্সবাজার শহরে দক্ষিণ বাহারছড়া বায়তুস সালাত জামে মসজিদ কমপ্লেক্স এ কক্সবাজার ব্লাড ডোনাসর্স সোসাইটির উদ্যোগে
মাইলস্টোন স্কুল এন্ড কলেজে মর্মান্তিক বিমান দূর্ঘটনায় নিহতদের আত্নার মাগফিরাত এবং আহতদের সুস্থতা কামনা করে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এই সময় কক্সবাজার ব্লা’ড ডোনাসর্স সোসাইটির পরিচালক ইমরান হোসেন নবী সঞ্চয়লনায় মোজাহিদ আলীর শুভেচ্ছা বক্তব্যে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় এই সময় বক্তব্য দেন ভয়েস অব কক্সবাজার ভোলান্টিয়ার্স এর সংগঠক জাকির হোসেন ও দৈনিক প্রভাতী বাংলাদেশ এর কক্সবাজার জেলা বিশেষ প্রতিবেদক জেলা প্রেসক্লাব সদস্য মোঃ কামরুল হাসান।
উক্ত দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন,কক্সবাজার ব্লাড ডোনাসর্স সোসাইটির সিনিয়র সদস্য হাসান পারভেস, মোহাম্মদ ফয়সাল, হোসাইন, রিদুয়ান,ইউসূফ, মুবিন, ইবরাহীম সহ এলাকার মুসুল্লিগন।
এই সময় বক্তব্যরা বলেন এমন মর্মান্তিক দুর্ঘটনায় সরকারের অবহেলা এবং গাফেলতির আছে বলে জানান, আরো বলেন নিহতের ক্ষতি পূরণ এবং আহতদের উন্নত চিকিৎসার ব্যবস্থার দাবি জানান ।
পরবর্তীতে বায়তুস সালাত জামে মসজিদ কমপ্লেক্স এর ইমাম মওলানা তোফায়েল আহমেদ এর মোনাজাতের মাধ্যমে দোয়া মাহফিল সম্পন্ন হয়।