ভালুকা বিএনপি কার্যালয়ে মাইলস্টোন স্কুল এন্ড কলেজে বিমান দুর্ঘটনায় নি*হত ও আহ*তদের জন্য শোক*সভা ও দোয়া মাহফিল
বিশেষ প্রতিনিধি: পুলক শেখ । ভালুকা, ময়মনসিংহ
২২ জুলাই ২০২৫, রাত ১০:১৫
ভালুকা (ময়মনসিংহ): ময়মনসিংহের ভালুকা উপজেলায় মঙ্গলবার ২২ জুলাই ভালুকা উপজেলা বিএনপির কার্যালয়ে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। মাইলস্টোন স্কুল এন্ড কলেজে বিমান বাহিনীর একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার মর্মান্তিক দুর্ঘটনায় নিহতদের আত্মার মাগফিরাত ও আহতদের দ্রুত আরোগ্য কামনায় এই শোকসভা ও দোয়া মাহফিল আয়োজন করা হয়।
অনুষ্ঠানটি ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক ও ভালুকা উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক মোহাম্মদ মোরশেদ আলমের তত্ত্বাবধানে এবং ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির সদস্য ও ভালুকা উপজেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক সালাহ উদ্দিন আহমেদের সভাপতিত্বে সম্পন্ন হয়।
শোকসভায় ভালুকা উপজেলা ও পৌর বিএনপির নেতৃবৃন্দ এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। তারা নিহতদের রুহের মাগফিরাত এবং আহতদের শীঘ্র সুস্থতার জন্য দোয়া করেন।
বক্তারা এই দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করে নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানান এবং বিমান বাহিনীর সদস্যদের দেশের জন্য সাহসিকতা ও অবদানের প্রশংসা করেন। তারা ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা রোধে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।
এই শোকসভা ও দোয়া মাহফিল ভালুকার জনগণ ও বিএনপি নেতৃবৃন্দের ঐক্য এবং দেশের প্রতি দায়বদ্ধতার প্রতিফলন ঘটায়।