ভালুকায় মাছের খাদ্যে মৃ*ত মুরগির নাড়িভুঁড়ি: মজিবর মল্লিককে জরিমানা ও কা*রা*দণ্ড
বিশেষ প্রতিনিধি: পুলক শেখ । ভালুকা, ময়মনসিংহ
২৩ জুলাই ২০২৫
ভালুকা, ময়মনসিংহ: ময়মনসিংহের ভালুকা উপজেলার মেদিলা গ্রামে মো. মজিবর মল্লিকের মালিকানাধীন একটি ফিশারিতে মাছের খাদ্য হিসেবে মৃত মুরগির নাড়িভুঁড়ি ব্যবহারের অভিযোগে অভিযান চালিয়েছে ভালুকা উপজেলা প্রশাসন। বুধবার (২৩ জুলাই) পরিচালিত এই অভিযানে অভিযোগের সত্যতা পাওয়ায় মজিবর মল্লিককে ৫০,০০০ টাকা (পঞ্চাশ হাজার টাকা) অর্থদণ্ড এবং ৭ দিনের কারাদণ্ড প্রদান করা হয়েছে।
অভিযানটি ভালুকা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাসান আব্দুল্লাহ আল মাহমুদের নেতৃত্বে পরিচালিত হয়। এ সময় ভালুকা ভূমি অফিসের সহকারী কমিশনার (ভূমি) মো. ইকবাল হোসাইন উপস্থিত ছিলেন। মৎস্য ও মৎস্যপণ্য (পরিদর্শন ও মান নিয়ন্ত্রণ) আইন, ২০২০ এর ৩১(২) ধারা অনুযায়ী এই দণ্ড প্রদান করা হয়।
উপজেলা প্রশাসন জানায়, মাছের খাদ্যে অস্বাস্থ্যকর উপাদান ব্যবহার জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকি তৈরি করে।
ইউএনও হাসান আব্দুল্লাহ আল মাহমুদ বলেন, “মৎস্য চাষে মান নিয়ন্ত্রণ নিশ্চিত করা আমাদের দায়িত্ব। জনস্বাস্থ্য রক্ষায় এ ধরনের অপরাধের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা অব্যাহত থাকবে।”
স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেছেন, ফিশারিতে পচা উপাদান ব্যবহারের ফলে তীব্র দুর্গন্ধ ও পরিবেশ দূষণের কারণে আশপাশের এলাকায় বসবাসকারীদের কষ্ট হচ্ছে। এটি বায়ু, পানি ও পরিবেশের মারাত্মক ক্ষতি করছে। প্রশাসন জানায়, এ ধরনের অপরাধ যাতে ভবিষ্যতে কেউ না করে, সেজন্য নজরদারি ও কঠোর আইনি ব্যবস্থা অব্যাহত থাকবে।