বগুড়ায় পরিবহন জগতের মাফিয়া যুবলীগ সন্ত্রা*সী আমিনুরের ফাঁ*সির দাবিতে বি*ক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
জিহাদ কাজী
বগুড়া জেলা প্রতিনিধি
আজ মঙ্গলবার (২৩) শে জুলাই বগুড়া পরিবহন জগতের মাফিয়া যুবলীগ সন্ত্রাসী ও ১৫ নম্বর ওয়ার্ডের গডফাদার খ্যাত সদ্য গ্রেপ্তার হওয়া ১৯ মামলার আসামি আমিনুল ইসলামের ফাঁসির দাবিতে বগুড়া শহরের চারমাথায় বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। বেলাল হোসেনের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন বগুড়া শহর যুবদলের সাবেক সভাপতি মাসুদ রানা মাসুদ, ১৫ নম্বর ওয়ার্ড বিএনপি’র সাধারণ সম্পাদক এমদাদুল হক মিলন, শ্রমিক নেতা আব্দুল খালেক, বগুড়া জেলা শ্রমিক দলের কার্যনির্বাহী কমিটির সদস্য শহিদুল ইসলাম, যুবদল নেতা নয়ন, পশ্চিম বগুড়া সিএনজি মালিক সমিতির সেক্রেটারি বাবু,আরো উপস্থিত ছিলেন জিয়া, পিয়াস, রাসেল কাওসার মিতু, শাহিদুল ইসলাম, ও নিহত হওয়া ব্রাজিলের মা আনোয়ারা বেগম। সমাবেশে বক্তারা বলেন,”এই আমিনুল ইসলাম গত ১৫ বছর ধরে আওয়ামী লীগের ছত্র ছায়ায় এলাকায় এস রাজত্ব কায়েম করেছিল। ভূমি দখল, বাড়ি দখল, হত্যা, মিথ্যা মামলায় মানুষকে ফাঁসানো সহ সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করে আসছিল। আমিনুল ইসলাম বিএনপি নেতা এডভোকেট শাহীন হত্যা মামলার অন্যতম আসামি”। গত ১৯শে জুলাই সে গ্রেফতার হয়ে সে জেল হাজতে আছে।
সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি চারমাথা থেকে শুরু হয়ে গোদার পাড়া বাজার প্রদর্শন করে চার মাথায় এসে শেষ হয়।