বক্সমাহমুদ বাজারে দোকান পুড়ে ছাঁই
এম,এ,করিম ভুঁইয়া,স্টাপ রিপোর্টার ফেনী।
ফেনী জেলার পরশুরাম উপজেলার বক্সমাহমুদ বাজারে ৮ টি দোকান পুড়ে ছাঁই হয়ে গেছে।
২১ জুলাই (সোমবার) দিবাগত রাত আনুমানিক ৩.৩০ মিনিটে বক্সমাহমুদ বাজার খাজুরিয়া রোডে রিপন মজুমদার মার্কেটে হঠাৎ আগুন দেখতে পায় ভুঁক্তভোগী দোকানদার মানিক কর্মকার, তিনি বলেন কিছু বুঝে ওঠার আগে মুহূর্তেই সেটা ছড়িয়ে পড়ে ৮ টি দোকান পুড়ে ছাঁই হয়ে যায়,
ক্ষতিগ্রস্ত দোকানদার মোঃ জামাল উদ্দিন (জামাল বীজভান্ডার) তিনি বলেন আমার দোকানে সার, কীটনাশক, ও সকল প্রকার বীজ ছিল, বিভিন্ন এনজিও ব্যক্তি থেকে ঋণ করে প্রায় ২০ লক্ষ টাকার মালামাল উঠাইছি, আমি দোকান বন্ধ করে স্বাভাবিকভাবে বাড়িতে যাই গভীর রাতে ফোন আসে দোকানে আগুন লাগছে সাথে সাথে আমি এসে দেখি সব পুড়ে ছাঁই হয়ে গেছে,
ক্ষতিগ্রস্ত দোকানদার রাজু বিশ্বাস (মুদি গোডাউন) তিনি বলেন অনেক কষ্ট করে আমি আমার দোকানে ১২ থেকে ১৫ লক্ষ টাকা মালামাল উঠাইছি সবকিছু আমার মুহূর্তেই শেষ হয়ে গেল।
ক্ষতিগ্রস্তরা হলেন ১.মোহাম্মদ জামাল উদ্দিন (বীজভান্ডার ও গোডাউন) ২.গোলাম আযম (মুদি দোকান) ৩. আব্দুর রহিম মিঠু (ইভেন ম্যানেজমেন্ট ও ভিডিও) ৪.রাজু বিশ্বাস (মুদি গোডাউন) ৫.রকি কর্মকার (কামার দোকান) ৬.বেলাল হোসেন (চা ও স্টেশনারি) ৭.খোরশেদ আলম মজুমদার মাখন (মুদি দোকান)
বক্সমাহমুদ বাজার কমিটির নবনির্বাচিত সভাপতি সাখাওয়াত হোসেন মিনার বলেন খবর পেয়ে রাতে আমি ছুটে আসি দেখি ততক্ষণে সব পুড়ে ছাঁই,ব্যবসায়ীরা কোন মালামাল রক্ষা করতে পারে নাই, আগুনের সূত্রপাত সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন কোন নাশকতা আছে কিনা আমরা খতিয়ে দেখবো,ব্যবসায়ীদের আনুমানিক এক থেকে দেড় কোটি টাকা মালামাল ক্ষতি হয়েছে।
পরশুরাম ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন অফিসার মোঃ মোস্তাফিজুর রহমান বলেন ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লাগতে পারে,
স্থানীয়রা বলেন সময় মত ফায়ার সার্ভিস না আসলে অনেক বড় ক্ষতি হয়ে যেতো।
এদিকে খবর পেয়ে ২২ জুলাই (মঙ্গলবার) সকালে পরশুরাম মডেল থানা পুলিশ ও ফেনী জেলা জামাতের আমীর মাওলানা মুফতি আব্দুল হান্নান ঘটনাস্থল পরিদর্শন করেন।
জামাতের আমীর মুফতি আব্দুল হান্নান ক্ষতিগ্রস্তদেরকে কিছু আর্থিক সহযোগিতা প্রদান করেন।