ফসলের আবাদ বৃদ্ধি ও কৃষকদের উন্নয়নে মতবিনিময় সভা
আবদাল,মিয়া মৌলভীবাজার জেলা প্রতিনিধি:
চলমান মৌসুম আমন ধানের আবাদ বৃদ্ধি ও আগামী রবি মৌসুমে তেল ফসল, ভুট্টা, গমসহ ফসলের আবাদ বৃদ্ধি এবং সমন্বিত কৃষি কৃষকের উন্নয়নের লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
বুধবার (২৩ জুলাই) বিকেলে আশিদ্রোণ ইউপির আইয়ুব মার্কেট এলাকায় মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার উজ্জ্বল সূত্রধরের সঞ্জালনায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি অফিসার মো: আলাউদ্দিন, উপ-সহকারী কৃষি অফিসার মো: মাসুকুর রহমান, রনি দেব রায়,সুব্রত পাল, মো: সেলিম হোসেন, সমরজিৎ সিংহ।
হাজী এছাক মিয়া খাজেরা বেগম মডেল স্কুলের প্রধান শিক্ষক মো: আলতাফুর রহমানের সার্বিক সহযোগিতা সভায় কৃষকদের মধ্যে বক্তব্য রাখেন, মো: জয়নাল আবেদীন, ফারুক মিয়া, আব্দুল জলিল মিয়া প্রমুখ। বক্তব্যে কৃষকরা তাদের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা তুলে ধরেন।
কৃষি অফিসার আলাউদ্দিন তার বক্তব্যে বলেন, আমরা কৃষকদের বিভিন্নভাবে সহায়তা করে থাকি। মাঠ পর্যায়ে কৃষকদের প্রশিক্ষণ, পরামর্শ এবং প্রযুক্তিগত সহায়তা প্রদান করা, যা ফসল উৎপাদন বৃদ্ধিতে এবং উন্নত কৃষি ব্যবস্থাপনায় আমরা করে থাকি। এছাড়া, কৃষি বিষয়ক বিভিন্ন সরকারি সুযোগ-সুবিধা যেমন সার, বীজ, কীটনাশক ইত্যাদি প্রাপ্তিতে কৃষকদের সহায়তা করা হয়। আপনাদের যেকোনো প্রয়োজনে কৃষি অফিসে আসবেন। আপনাদের সেবায় আমরা সব সময় নিয়োজিত।