নার্গিস আক্তার নবীনগর উপজেলা প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়া জেলার ভৌগোলিক ভাবে সর্ব বৃহৎ উপজেলা নবীনগর। ২১টি ইউনিয়ন ও ১টি পৌরসভা নিয়ে প্রায় দশ লক্ষ লোকের বসবাস এই উপজেলায়। এই উপজেলায় আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে প্রশাসনিক থানা একটি ও পুলিশ ফাঁড়ি দুইটি।নবীনগরের মতো বৃহৎ উপজেলার আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে থানা ও পুলিশ ফাঁড়ি দুইটি সহ সর্বোমোট পুলিশ আছে মাত্র ৫৩ জন।দশ লক্ষ জনতার গড়ে ১৯,৭৫০ জন লোকের জন ১ জন পুলিশ সদস্য মাত্র ।এই বৃহৎ উপজেলায় প্রায়সময় আইন শৃঙ্খলা পরিস্থিতি বিভিন্ন কারণে অবনতি হয়।গোষ্ঠীগত ও আধিপত্য বিস্তার নিয়ে যুগের পর যুগ চলছে দাঙ্গা হাঙ্গামা।এই উপজেলার পার্শ্ববর্তী উপজেলা কসবার ভারতীয় সীমানা মাত্র তিন কিলোমিটার দূরে হওয়ায় মাদকের জন্য হট জোন এই উপজেলা।কসবা থেকে নবীনগর হয়ে নরসিংদীর রায়পুরা ও বাঞ্ছারামপুর হয়ে ঢাকায় মাদকের চালানের হট রোড। প্রায়সময় মাদকের চালান ধরা পড়লেও নিয়ন্ত্রণ করা কঠিন ছিল।
গত২৪/০৬/২৫ তারিখে নবীনগর থানায় অফিসার ইনচার্জ শাহিনূর ইসলাম যোগদান করেন। নবীনগর থানায় যোগদানের পর পাল্টে যায় নবীনগর থানার আইনশৃঙ্খলার প্রেক্ষাপট।তিনি যোগদানের পর তেমন কোন বড় অপরাধ সংঘটিত হয়নি।মাদকের বিষয়ে তাঁর ভূমিকা প্রশংসনীয়। নবীনগরে তিনি আসার পর চলতি মাসে ২৮টি মামলা রুজু করা হয়েছে তাঁর মধ্যে ২২টি মাদকের। মাদক সেবি বা মাদক গ্রহিতা আটক হলেই তিনি মামলা রুজু করে জেল হাজতে পাঠিয়েছেন।তিনি গত১৯/০৭/২৫ তারিখে নবীনগর পৌর সভার ৮ নং ওয়ার্ডে চোলাই মদের উৎপাদনের জন্য কুখ্যাত স্থান ভোলাচং এর ঋষি পাড়ায় অভিযান পরিচালনা করেন। অভিযানে তিনি ৫০ লিটার চোলাই মদ, ৭৬০ লিটার ওয়াশ(জাওয়া) মদ উদ্ধার করেন যা সর্বমহলে প্রশংসার দাবী রাখে।এই সময় করুনা ঋষি, দিলিপ ঋষিকে আটক করে নবীনগর থানার মামলা নং -২৫ আসামী করে জেল হাজতে প্রেরণ করেন।
গত ২০ জুলাই রাত ১১টা ৫ মিনিটে নবীনগর উপজেলার শিবপুরের সাহাড়পাড় মোড়ে পুলিশের নিয়মিত রণ পাহাড়ার সময় এস আই (নিরস্ত্র) মো শাহ আলম দুই জনকে ইয়াবা সহ আটক করেন।আটককৃত রায়হান উদ্দীন ও রুবেল মিয়াকে নবীনগর থানার এফ আইআর নং ২৬, জিআর নং ১৬৯ধারা ৩৬(১) সারণির ১০(ক)মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ মূলে জেল হাজতে প্রেরণ করেন।২২ জুলাই রাত এগারোটায় আলিয়াবাদ গোল চত্বরে ৩০ কেজি গাজা উদ্ধার করে আসামিদের জেল হাজতে চালান দেওয়া হয়েছে।
নবাগত অফিসার ইনচার্জ শাহিনূর ইসলামের নিকট নবীনগরকে আগামীদিনে কেমন দেখতে চান প্রশ্ন করলে তিনি বলেন মাদকমুক্ত ও সুশৃঙ্খল নবীনগর।