ঢাকা উত্তরায় মাইলস্টোন কলেজের উপর বিমান দুর্ঘ*টনায় নি*হত ও আহ*তদের জন্য মেহেরপুর জেলা বিএনপির দোয়া মাহফিল
এস এ খান শিল্টু জেলা প্রতিনিধি মেহেরপুর
: ঢাকা উত্তরায় মাইলস্টোন কলেজের উপর বিমান দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জানিয়ে মেহেরপুর জেলা বিএনপির আয়োজনে একটি দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২২ জুলাই ) বাদ আছর জেলা বিএনপির কার্যালয়ে অনুষ্ঠিত এই দোয়া মাহফিলে জেলা বিএনপির সদস্য ইলিয়াস হোসেন সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব জাভেদ মাসুদ মিল্টন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট কামরুল হাসান এবং যুগ্ম আহ্বায়ক ফয়েজ মোহাম্মদ।
এছাড়া, মাহফিলে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য আনছারুল হক, এম এ খাইরুল বাশার, আলমগীর খান ছাতু, ওমর ফারুক লিটন, রোমানা আহমেদ, জেলা যুবদলের সাধারণ সম্পাদক কাওসার আলী, জেলা যুবদলের সহ-সভাপতি এস এ খান শিল্টু, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আজমুল হক মিন্টু, জাসাসের সদস্য সচিব এ বাকাবিল্লাহ এবং বিভিন্ন ওয়ার্ড বিএনপির নেতাকর্মীরা।
মাহফিলে নিহতদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয় এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করা হয়। সকলেই দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের প্রতি সহানুভূতি ও সহায়তার হাত বাড়িয়ে দেওয়ার আহ্বান জানান।