চকরিয়া উপজেলা কেন্দ্রীয় জামে মসজিদে দোয়া ও মোনাজাত।
মোহাম্মদ নজরুল ইসলাম খোকন (এম.এ)
প্রতিনিধিঃ চকরিয়া উপজেলা।
চকরিয়া উপজেলা কেন্দ্রীয় জামে মসজিদে বাদ আছর ঢাকায় মাইলস্টোন স্কুল এন্ড কলেজ এ বিমান দূঘর্টনায় নিহতদের মাগফিরাত ও আহতদের সুস্থতা, দেশ ও জাতির কল্যাণের জন্য বিশেষ আলোচনা ও দোয়ার অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। চকরিয়া উপজেলা প্রশাসন এর আয়োজনে দোয়ার অনুষ্ঠানে আলোচনা করেন উপজেলা নির্বাহী অফিসার, জনাব মোহাম্মদ আতিকুর রহমান। আলোচনা শেষে বিশেষ দোয়া ও মুনাজাত করেন মাওলানা মোহাম্মদ আমির হোসেন, সুপারভাইজার, ইসলামিক ফাউন্ডেশন চকরিয়া উপজেলা। অনুষ্ঠিত দোয়া অনুষ্ঠানে দেড়শতাধিক মুসল্লী উপস্থিত ছিলেন।