রুবেল হোসাইন
পটুয়াখালী সোমবার (২২ জুলাই ) রাত আনুমানিক ১১টা ১৫ মিনিটে পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের মুসলিম পাড়া মোড়সংলগ্ন আবদুল খালেক মিয়ার টি-স্টলের সামনে পাকা রাস্তা থেকে তাকে গ্রেফতার করা হয়।
এ সময় তার সহযোগী ফেনসিডিল সরবরাহকারী রিয়াজ তালুকদার (৪৫) পালিয়ে যায়। সে পটুয়াখালী পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের শিমুলবাগ এলাকার বাসিন্দা বারেক তালুকদার এর ছেলে।
ঘটনার বিষয়ে পটুয়াখালী সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানা গেছে।
স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরেই আলমগীর তালুকদার এলাকায় মাদকের ব্যবসা করে আসছিল।
এ ঘটনায় এলাকাবাসী প্রশাসনের পদক্ষেপকে স্বাগত জানিয়ে মাদকের বিরুদ্ধে আরও কঠোর অভিযান পরিচালনার দাবি জানিয়েছেন।