আশুলিয়ায় যৌথ বাহিনীর অভিযানে মা*দ*কসহ চিহ্নিত দুই কারবারি গ্রে*প্তার
নাদিম হাসান শিশির, বিশেষ প্রতিনিধি, আশুলিয়াঃ
আশুলিয়ার আউকপাড়া এলাকা থেকে গাঁজাসহ চিহ্নিত দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী। তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে ২ কেজি ৩০০ গ্রাম গাঁজা ও মাদক বিক্রির নগদ ৩০ হাজার ৭৮০ টাকা।
মঙ্গলবার রাত প্রায় সোয়া ১১টার দিকে যৌথ বাহিনীর চেকপোস্ট পরিচালনার সময় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে হোসেন ভান্ডারী (৫০) ও শেখ লিটন (৪০) নামে দুইজনকে আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন আশুলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল হান্নান।
পুলিশ জানায়, আটক হোসেন ভান্ডারী একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পাঁচটি মামলা রয়েছে। সর্বশেষ গত ২৬ মে গাঁজা, হিরোইন ও বিপুল পরিমাণ নগদ টাকাসহ গ্রেপ্তার হন তিনি। মাত্র ২৮ দিনের মাথায় জামিনে মুক্ত হয়ে আবারও মাদক ব্যবসায় জড়িয়ে পড়েন তিনি।
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ শেষে তাদের আদালতে পাঠানো হয়েছে।