আশাশুনির কোদন্ডা মাধ্যমিক বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত
আনারুজ্জামান বিশেষ প্রতিনিধি।
শিক্ষার গুণগত মান উন্নয়ন, শিক্ষার্থীদের শতভাগ উপস্থিতি নিশ্চিতকরণ ও পরিক্ষায় আশানুরূপ ফলাফল প্রত্যাশায় সাতক্ষীরা জেলার আশাশুনি কোদন্ডা মাধ্যমিক বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৩ জুলাই) দুপুরে বিদ্যালয়ের সভা কক্ষে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশের শুরুতেই কুরআন তেলাওয়াত করেন ধর্মীয় শিক্ষক আবু সাঈদ ও গীতা পাঠ করেন সিনিয়র শিক্ষক অলোকা মন্ডল।বিদ্যালয়ের প্রধান শিক্ষক দুখীরাম ঢালীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন, বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও আশাশুনি প্রেসক্লাবের সভাপতি জিএম আল ফারুক। সহকারী শিক্ষক মোঃ শফিকুল ইসলাম তুষারের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, পিটিএ সভাপতি পঙ্কজ মন্ডল, কমিটির সদস্য আকরামুজ্জামান সুমন, সাবেক বিদ্যোৎসাহী সদস্য নুরুল ইসলাম, সহকারী শিক্ষক মোঃ খলিলুর রহমান, শিবনাথ কুন্ডু, মোসলেম আলী, অভিভাবকদের মধ্যে জিয়ারুল ইসলাম, হাফিজুল ইসলাম, পরিমল সরকার, শাহানাজ পারভীন, আখি সরকার প্রমুখ। সভায় অভিভাবকদের সাথে শিক্ষার্থীদের শতভাগ উপস্থিতি সহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।