হাজার হাজার শ্রদ্ধা ও ভালোবাসা জাতি গড়ার কারিগর মাহিরিন চৌধুরী
এম,এ,মান্নান, স্টাফ রিপোর্টার,নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি:
“শিক্ষক” শব্দটির মাঝে যে গভীরতা, যে আত্মত্যাগ, যে ভালবাসা নিহিত থাকে—তা কিছু মানুষ জীবনের শেষ মুহূর্তে এসে হৃদয় ভরে প্রমাণ করে যান। এমনই একজন আলোকবর্তিকা, আদর্শবান শিক্ষক ছিলেন মাহিরিন চৌধুরী। তিনি শুধু একজন শিক্ষক ছিলেন না—তিনি ছিলেন কোমলমতি শিক্ষার্থীদের জন্য মা, পথপ্রদর্শক ও রক্ষাকর্তা।মৃত্যুকে আলিঙ্গন করে শিক্ষার্থীদের জীবন বাঁচালেনএকটি প্রশিক্ষণমূলক বিমানযাত্রায় অংশ নিয়েছিলেন মাহিরিন চৌধুরী। তাঁর সাথেই ছিল তার ভালোবাসার শিক্ষার্থীরা—ছোট ছোট কোমল প্রাণ। হঠাৎই ঘটে এক ভয়ংকর বিমান দুর্ঘটনা। চারদিক তখন আতঙ্কে কাঁপছে, ধোঁয়ায় আচ্ছন্ন চারপাশ, আর্তনাদে বিদীর্ণ আকাশ। নিজের প্রাণ বাঁচাতে যত্রতত্র ছোটার মুহূর্তে তিনি চাইলেই নিজেকে বাঁচাতে পারতেন।
কিন্তু না—তিনি যে শিক্ষক!তিনি থেমে যাননি। নিজের ভয়, নিজের শ্বাসকষ্ট ভুলে তিনি একে একে ২০ জন শিশুশিক্ষার্থীকে নিরাপদ স্থানে পৌঁছে দেন। বুকে জড়িয়ে, সাহস দিয়ে, সান্ত্বনার ভাষায় তিনি তাদের মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে আনেন। এ যেন এক মা তার সন্তানদের রক্ষা করতে আগুনে ঝাঁপ দিয়ে জীবন দিয়ে দিলেন।সকলকে উদ্ধার করার পর ক্লান্ত, আহত, নিস্তেজ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন মাহিরিন চৌধুরী। হাসপাতালে নেওয়া হলে, সন্ধ্যায় তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন। বিদায় নেন এই পৃথিবী থেকে, কিন্তু রেখে যান এক অমর ভালোবাসার ইতিহাস।তাঁর আত্মত্যাগ আমাদের গর্ব, আমাদের শোক মাহিরিন চৌধুরীর এই আত্মোৎসর্গ আমাদের চোখে জল এনে দেয়। শিক্ষা পেশায় থাকা মানুষদের জন্য তিনি হয়ে উঠেছেন এক অনন্ত অনুপ্রেরণা। তিনি দেখিয়ে দিয়েছেন—শিক্ষকতা শুধু পেশা নয়, এটি এক আত্মিক দায়িত্ব, এক মহান ব্রত। একজন প্রকৃত শিক্ষক নিজের জীবনের চেয়েও বেশি ভালোবাসেন তার ছাত্রদের।আজ তিনি নেই, কিন্তু তাঁর স্মৃতি, তাঁর সাহসিকতা, তাঁর ভালোবাসা আমাদের চিরকাল মনে থাকবে। তাঁর এই মহান আত্মত্যাগের কথা আমরা বলবো আগামী প্রজন্মকে, লিখবো ইতিহাসের পাতায়, এবং হৃদয়ে গেঁথে রাখবো গভীর শ্রদ্ধায়।
আমরা দোয়া করি, আল্লাহ তায়ালা মাহিরিন চৌধুরীকে শহীদদের মর্যাদা দান করুন। জান্নাতুল ফেরদৌসের উচ্চ মাকাম দান করুন। তাঁর পরিবারের প্রতি জানাই গভীর সমবেদনা।এই জাতি চিরকাল কৃতজ্ঞ থাকবে তাঁর প্রতি।হাজার হাজার শ্রদ্ধা ও ভালোবাসা তোমার প্রতি, প্রিয় শিক্ষক মাহিরিন চৌধুরী।
তুমি অমর হয়ে রইলে আমাদের হৃদয়ে, শিক্ষা ও আত্মত্যাগের ইতিহাসে।