বীর মুক্তিযোদ্ধা খুররম খান চৌধুরীর ৪র্থ মৃ+ত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিতঃ-
মোঃ এমদাদুল হক ভূইয়া
নান্দাইল (উপজেলা) প্রতিনিধি:
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য, ময়মনসিংহ উত্তর জেলা বিএনপি’র আমৃত্যু আহ্বায়ক, ঈশ্বরগঞ্জ ও নান্দাইল থেকে একাধিকবার নির্বাচিত সাবেক সংসদ সদস্য, বীর মুক্তিযোদ্ধা ও বরেণ্য রাজনীতিবিদ জনাব খুররম খান চৌধুরীর ৪র্থ মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২২ জুলাই ২০২৫) নান্দাইল উপজেলার ১৩নং চর বেতাগৈর ইউনিয়নে ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনগুলোর উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে মরহুমের রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া করা হয়। এতে স্থানীয় বিএনপি নেতাকর্মী, গণ্যমান্য ব্যক্তি, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের প্রতিনিধিসহ সর্বস্তরের মানুষ অংশগ্রহণ করেন।
২০২১ সালে তিনি ইন্তেকাল করেন। তাঁর মৃত্যুতে নান্দাইলবাসী হারিয়েছে এক প্রজ্ঞাবান নেতা ও অকৃত্রিম অভিভাবককে, যার শূন্যতা আজও গভীরভাবে অনুভব করছেন তার পরিবার, রাজনৈতিক সহকর্মী ও সাধারণ মানুষ। চার বছর অতিক্রান্ত হলেও তাঁর স্মৃতি আজও জীবন্ত। অনেকেই বলেন—তাঁর বিদায় যেন এক দীর্ঘশ্বাস হয়ে প্রতিনিয়ত ফিরে ফিরে আসে।
দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সদস্য ও উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোঃ আবুল কালাম আজাদ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন:
উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মোঃ আব্দুল মান্নান মাষ্টার
ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সদস্য মোঃ মাসুম খান
ময়মনসিংহ জেলা মহিলা দলের যুগ্ম সাধারণ সম্পাদক তাসলিমা আক্তার রিপা
উপজেলা বিএনপির সদস্য মোঃ জহিরুল ইসলাম
উপজেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক সহকারী অধ্যাপক জিয়া উদ্দিন শাহীন
উপজেলা যুবদলের নেতা আবু হুরায়রা, শাহজাহান কবির
উপজেলা ছাত্রদল নেতা হৃদয় হাসান ও শাহজাহান মানিক সহ ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইউনিয়ন বিএনপি নেতা মোঃ আব্দুল কাদির।
দোয়া মাহফিল শেষে মরহুম খুররম খান চৌধুরী ও তার পরিবারের সদস্যদের জন্য বিশেষ মোনাজাত পরিচালনা করেন মাওলানা আহসান উল্লাহ।