বাসাপ মীরসরাই উপজেলা কমিটি গঠিত আহবায়ক রনজিত ধর,সদস্য সচিব নাছির উদ্দিন ।
হারাধন চক্রবর্তী, স্টাফ রির্পোটার,মীরসরাই, চট্টগ্রাম।
বাংলাদেশ সাংবাদিক পরিষদ( বাসাপ) এর মীরসরাই উপজেলা কমিটি ও অনুমোদন প্রদান করা হয় উক্ত সভায়।অনুমোদিত উক্ত কমিটির কর্মকর্তাগন যথাক্রমে আহবায়ক রনজিত ধর ( দৈনিক সংবাদ) যুগ্ম আহবায়কবৃন্দ যথাক্রমে প্রফেসার আক্তারুজ্জামান ( কলামিষ্ট/ প্রাবন্ধিক), মঈন উদ্দিন আহমদ সেলিম( প্রাবন্ধিক / কলামিস্ট ও নাট্যজন) ও নাছির উদ্দিন ( দৈনিক মানব কন্ঠ/ চ্যানেল এস), সদস্য সচিব নাছির উদ্দিন ভূঁইয়া( দৈনিক গিরি দর্পন ও দৈনিক আজকের সমাচার) সদস্যগন যথাক্রমে মীর হোসেন ( পাক্ষিক খবরিকা,ইব্রাহিম বাদশা( দৈনিক মুক্ত খবর), তাকিবুর রহমান ( খবরিকা মাল্টিমিডিয়া) হারাধন চক্রবর্তী (পাক্ষিক খবরিকা ও দৈনিক প্রভাতী বাংলাদেশ) এছাড়া মীরসরাই উপজেলা কমিটির উপদেষ্টা সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন চট্টগ্রাম উত্তর জেলা সেক্রেটারি রাজীব মজুমদার ( দৈনিক জনকন্ঠ ও গোবাল টিভি), উত্তর জেলা প্রচার সম্পাদক জাবেদ হোসাইন( দৈনিক স্বদেশ প্রতিদিন) ও উত্তর জেলা দপ্তর সম্পাদক সানোয়ার হোসেন রনি( পাক্ষিক খবরিকা), দৈনিক জনতা প্রতিনিধি আব্দুল মান্নান রানা ও ভোরের ডাক এবং বাংলাদেশ খবর প্রতিনিধি এমদাদুল হক ভূঁইয়া। ।