পত্নীতলায় সমাজ সেবক লুৎফর রহমানের ইন্তেকাল
মোঃ সাজেদুর রহমান,
স্টাফ রিপোর্টার (নওগাঁ)
নওগাঁর পত্নীতলায় উপজেলার নজিপুর পৌরসভার ৬নং ওয়ার্ডের চকজয়রাম নিবাসী সমাজ সেবক মোঃ লুৎফর রহমান ( ৬৮) ইন্তেকাল করেন।
জানা যায় ২২ জুলাই নওগাঁর পত্নীতলায় নজিপুর পৌরসভার ৬নং চকজয়রাম নিবাসী মোঃ লুৎফর রহমান সকাল ১০ঘটিকার সময় স্ট্রোক করে মারা যায়। স্ত্রী ও এক ছেলে সন্তান রেখে যান। তিনি একজন সমাজ সেবক চকজয়রাম নুরানী হাফেজিয়া মাদ্রাসা সহসভাপতি পদে দীর্ঘ দিন দায়িত্ব পালন করছেন। ছেলে ফরহাদ সিঙ্গাপুর থাকে আজ রাতে তিনি দেশে ফিরবেন। ২৩/০৭/২০২৫ইং বুধবার বাদ আসর নূরানী মাদ্রাসা মাঠে নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।
চকজয়রাম নুরানী হাফেজিয়া মাদ্রাসার মহাতামিম এবং নজিপুর বাসস্ট্যান্ড জামে মসজিদের পেশ ইমাম মোঃ আব্দুল ওয়াদুদ বলেন আজ আমরা এক অপূরণীয় শূন্যতার সাক্ষী।
মাদ্রাসার অন্যতম হিতাকাঙ্খী, আমাদের প্রাণপ্রিয় শুভাকাঙ্খী, নিঃস্বার্থপরায়ণ মানুষ শেখ লুৎফর রহমান সাহেব আর আমাদের মাঝে নেই।
একজন মানুষ কতটা ভালো হলে সবাই তার কথা হৃদয়ে রাখে — তিনি ছিলেন তেমনই একজন।
নিঃস্বার্থ ভালোবাসা, নিরব দানশীলতা আর মাদ্রাসার প্রতিটি ইট-পাথরে তাঁর মমতার ছোঁয়া লেগে আছে।
তিনি কখনো সামনে এসে কিছু চাননি, কিন্তু পিছনে থেকে নিরবে অগণিত কাজ করে গেছেন, মাদ্রাসার জন্য, ইসলামের জন্য।
আজ তিনি চিরবিদায় নিয়েছেন। আমরা শোকাহত, বাকরুদ্ধ।
মাদ্রাসার শিক্ষক, ছাত্র ও পরিচালনা পর্ষদের পক্ষ থেকে আমরা গভীরভাবে শোক প্রকাশ করছি।
আল্লাহ যেন তাঁর সমস্ত নেক আমল কবুল করে তাঁকে জান্নাতের সর্বোচ্চ মর্যাদা দান করেন।
আমরা তাঁর রূহের মাগফিরাত কামনা করছি এবং তাঁর পরিবার-পরিজনের প্রতি জানাচ্ছি আন্তরিক সমবেদনা।