উত্তরার বিমান দুর্ঘট*নায় আহতদের পাশে ছাত্র জমিয়ত:গঠন করা হয়েছে জরুরি মেডিকেল টিম-
শাব্বীর আহমদ শিবলী
বিশেষ প্রতিনিধি হবিগঞ্জ
রাজধানীর দিয়াবাড়িতে বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় তাৎক্ষণিক মানবিক সাড়া দিয়েছে ছাত্র জমিয়ত বাংলাদেশ।
আহতদের চিকিৎসা সহায়তা, রক্ত সংগ্রহ ও প্রয়োজনীয় সেবাপ্রদান নিশ্চিত করতে গঠন করা হয়েছে সংগঠনের জরুরি মেডিকেল সেল।
ছাত্র জমিয়তের কেন্দ্রীয় সভাপতি ও সেক্রেটারি এর নির্দেশনায় রাজধানী ও আশপাশের অঞ্চল থেকে চিকিৎসক ও স্বেচ্ছাসেবকদের একত্রিত করে দ্রুত কার্যক্রম শুরু হয়।
সাধারণ শিক্ষার্থীদেরও রক্তদানে উদ্বুদ্ধ করতে রোডমাইকিং ও অনলাইন প্রচারণা চালাচ্ছে সংগঠনটি।
ঘটনাস্থলের পরিস্থিতি অনুযায়ী মেডিকেল সেলের সদস্যরা প্রস্তুত রয়েছেন তাৎক্ষণিক সহায়তা দিতে।
এই উদ্যোগ ছাত্র জমিয়তের মানবিক মূল্যবোধ ও দায়িত্ববোধের প্রকাশ হিসেবেই দেখছেন অনেকে।