শহীদ ওয়াসিমের কবর জেয়ারত করল এনসিপি আহবায়ক নাহিদ
এম কে হাসান বিশেষ প্রতিবেদক কক্সবাজার
কক্সবাজার এর পথসভায় কক্সবাজার জেলার রাজনীতি বরপুত্র ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র কেন্দ্রীয় স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ কে নিয়ে এনসিপি নেতা নাসির উদ্দিন পাটোয়ারীর বক্তব্যের রেশ ধরে উত্তাল কক্সবাজার এর রাজপথ, এখনও প্রতিদিন চলমান আছে কোন না কোন অংগ সহযোগী সংগঠনের প্রতিবাদী বিক্ষোভ মিছিল ও সমাবেশ । এরই মাঝে সালাহ্ উদ্দিন আহমদ এর জন্মভূমি কক্সবাজার জেলার পেকুয়া উপজেলা আসলেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)র আহ্বায়ক সহ কেন্দ্রীয় নেতারা । নেতৃবৃন্দ ২০২৪ এর জুলাই গনঅভ্যুত্থানে চট্টগ্রামে নিহত ছাত্রদলের নেতা শহীদ ওয়াসিম আকরাম এর কক্সবাজার জেলার পেকুয়া উপজেলার বাঘগুজারাস্থ এলাকায় অবস্থিত কবর জেয়ারত করেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামসহ এনসিপি নেতারা।
আজ (২১ জুলাই) সোমবার সকাল সাড়ে ৬ টায় ওয়াসিমের কবর জেয়ারত করেন তাঁরা। জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)র কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব সুজাউদ্দিন এ বিষয়ে সত্যতা নিশ্চিত করেন।
পেকুয়া থানার অফিসার্স ইনচার্জ (ওসি) মোঃ সিরাজুল মোস্তফা প্রতিবেদককে বলেন, আজ সকাল সাড়ে ৬ টার দিকে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)র আহবায়ক নাহিদ ইসলামসহ এনসিপির নেতারা শহীদ ওয়াসিম আকরামের কবর জেয়ারত করতে আসেন । এ সময় নিরাপত্তার স্বার্থে পেকুয়া থানা পুলিশ জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)র নেতাদের পাশে ছিল। তবে সালাহ উদ্দিন আহমেদ এর নিজ এলাকায় কোন অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে নাই বলে নিশ্চিত করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)র কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব এসএম সুজা উদ্দিন সুজা এবং পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা।