মুন্সীগঞ্জে হিমাগারের ভাড়া কমানোর দাবিতে মানববন্ধন
স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ
হোসেন হাওলাদার
মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার বেতকা বাজারে হিমাগারে আলু সংরক্ষণের ভাড়া কমানোর দাবিতে মানববন্ধন করেছেন আলু চাষি, আড়তদার ও স্থানীয় এলাকাবাসী। সোমবার সকাল ১০টা ৩০ মিনিট থেকে ঘণ্টাব্যাপী এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, চলতি মৌসুমে আলুর বাজারমূল্য অত্যন্ত কম। এর ওপর হিমাগারে সংরক্ষণের খরচ অযৌক্তিকভাবে বাড়ানো হয়েছে, যা কৃষকদের জন্য মারাত্মক ক্ষতির কারণ হয়ে দাঁড়িয়েছে। তারা জানান, এবার প্রতি কেজি আলু উৎপাদনে ৩০ থেকে ৪০ টাকা পর্যন্ত খরচ হয়েছে, অথচ তা বাজারে মাত্র ৬-৭ টাকায় বিক্রি করতে হচ্ছে। ফলে কৃষকদের লোকসানের পরিমাণ বেড়েই চলেছে।
মানববন্ধনে বক্তারা হিমাগারের বাড়তি ভাড়া বাতিল করে পূর্বের ভাড়া পুনঃবহালের দাবি জানান।
উক্ত মানববন্ধনে বেতকা বাজারের আড়তদার হাজী নুরে আলম বেপারী, হাজী হাবিবুর রহমান হবি, আহসান উল্লাহ ঢালী, বেতকা বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক আব্দুর রউফ খানসহ প্রায় ২০০ জন কৃষক উপস্থিত ছিলেন।