হারাধন চক্রবর্তী, স্টাফ রির্পোটার,
মিরসরাইয়ে খান ফাউন্ডেশন এর বিভিন্ন বিষয়ে কমিটি বিষয়ক প্রশিক্ষণ সম্পন্ন
চট্টগ্রাম মীরসরাই উপজেলায় খান ফাউন্ডেশন “ভয়েজ ফর চেঞ্জ” প্রকল্পের বাস্তবায়নে দিনব্যাপী বিভিন্ন পর্যায়ের সরকারি-বেসরকারি কমিটি বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২১ জুলাই) মীরসরাই বি.আর. ডি. বি হলরুমে ইলমা, চট্টগ্রাম সহযোগিতায় প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।
সরকারি ও বেসরকারী উভয় খাতে কমিটি প্রশিক্ষণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই প্রশিক্ষণের মাধ্যমে কমিটি সদস্যদের কর্মপরিধি দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে বিস্তারিত ধারনা দেওয়া হয়।এছাড়া প্রশিক্ষণকারীরা দলবদ্ধভাবে কাজ করার দক্ষতা অর্জন করে যা তাদের কাজের মান উন্নয়নে সহায়ক হয়।প্রশিক্ষণে মুলত কমিটি গঠন,কার্যাবলী, সিদ্ধান্ত গ্রহন, দলগত কাজ,সহযোগিতা,আইন ও বিধি- বিধান,কার্যকর, যোগাযোগ, সমস্যা সমাধান, জবাব দিহিতা ও স্বচ্ছতার বিষয়ে আলোচনা করা হয়। ‘ইউনিয়ন পরিষদ স্থানীয় সরকারের সবচেয়ে প্রাচীন প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানগুলো কার্যকরী করতে সরকারী-বেসরকারী সংস্থাগুলো প্রশিক্ষণসহ বিভিন্নভাবে কাজ করছে। আমরা সকলেই কোন না কোনভাবে ইউনিয়নের বিভিন্ন কমিটির সাথে জড়িত। যার যে কাজ সে কাজগুলো যেন সঠিকভাবে পালন করতে পারেন সে জন্য এই প্রশিক্ষণ। প্রশিক্ষণ থেকে যা শিখবেন তা বাস্তবে কাজে লাগিয়ে নিজে সচেতন হতে হবে এবং অন্যকে সচেতন করতে হবে। সেই গোড়া থেকে কাজ ঠিক হলে, আস্তে আস্তে উপরে এমনিতেই ঠিক হবে এবং প্রতিষ্ঠানগুলো সমৃদ্ধ হবে। এসময় যার যার অবস্থান থেকে অর্পিত দায়িত্বগুলো সঠিকভাবে পালন করার আহ্বান জানান ।’
প্রশিক্ষণ কর্মশালায় উপস্থিত থেকে স্থায়ী কমিটি, ওয়ার্ড কমিটি, নারী নির্যাতন প্রতিরোধ কমিটি, লিগ্যাল এইড কমিটি এবং ইউনিয়ন উন্নয়ন কমিটির সভা এবং কাজ সংক্রান্ত বিষয়ে বিস্তারিত আলোচনা করেন খান ফাউন্ডেশনের জেলা প্রকল্প কর্মকর্তা মো: মুজিবুর রহমান ও প্রকল্প কর্মকর্তা মো: মাসুদ রানা।
এসময় কর্মশালায় অংশগ্রহণ করেন উপজেলার বিভিন্ন সংস্থার প্রতিনিধি,এনজিও কর্মী,শিক্ষক, সমবায়কর্মী,মসজিদের ইমাম, সমাজ কর্মী,সাংবাদিক, জনপ্রতিনিধি ও বিভিন্ন কমিটির প্রতিনিধিবৃন্দ।