সাজেদুর রহমান স্টাফ রিপোর্টার (নওগাঁ)
রাজধানীর উত্তরা দিয়াবাড়ি এলাকায় মাইলস্টোন স্কুল এন্ড কলেজ প্রাঙ্গনে একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে যে মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে এতে প্রাণহানি ও আহতদের খবরে নজিপুর পরিবার গভীরভাবে শোকাহত।
নজিপুর পরিবার এডমিন প্যানেল এক শোকবার্তায় নিহতদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাদের শোকাহত পরিবার-পরিজনের প্রতি আন্তরিক সমবেদনা জানান।
বার্তায় এডমিন প্যানেল জানান এ ধরনের অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা শুধু পরিবার নয় পুরো জাতিকে ব্যথিত করে। আমরা প্রত্যাশা করি আহতদের দ্রুত চিকিৎসা নিশ্চিত করতে সরকার এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যথাযথ ব্যবস্থা গ্রহণ করবে।
এই দুর্ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে দায়ী ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে হবে, যাতে ভবিষ্যতে এমন ট্রাজেটি আর না ঘটে। নিহতদের জন্য দোয়া ও আহতদের জন্য দ্রুত সুস্থতার কামনায় একাত্ম হওয়ার আহ্বান জানায়।