বক্সমাহমুদ বাজার ব্যবসায়ী কমিটির নির্বাচন,মিনার সভাপতি, কালাম সম্পাদক,রবিন সাংগঠনিক সম্পাদক,সজীব কোষাধ্যক্ষ
এম,এ,করিম ভুঁইয়া,স্টাফ রিপোর্টার ফেনী।
ফেনী জেলার পরশুরাম উপজেলার বক্সমাহমুদ বাজার ব্যবসায়ী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে।
২০ জুলাই (রবিবার) সকাল ৮ ঘটিকা হইতে ভোট গ্রহণ শুরু হয় বেলা ১টা পর্যন্ত স্থানীয় একটি স্কুলে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়, প্রধান নির্বাচন কমিশনার মোঃ ইব্রাহিম খলিল মনি বলেন সভাপতি পদে ৩ জন সাধারণ সম্পাদক পদে ৩ জন সাংগঠনিক সম্পাদক পদে ৩ জন ও কোষাধ্যক্ষ পদে ২ জন মোট ১১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।
প্রধান নির্বাচন কমিশনার মোঃ ইব্রাহিম খলিল মনি বলেন দীর্ঘ ১৭ বছর পর বক্সমাহমুদ বাজারে নির্বাচন অনুষ্ঠিত হয়, এই বাজারে অতীতে কোন নির্বাচন করা হয় নাই, মোট ভোটার সংখ্যা ২৯৪ জন, ভোট দিয়েছে ২৯০ জন।
ইব্রাহিম খলিল মনি বলেন সভাপতি পদে সাখাওয়াত হোসেন মিনার আনারস মার্কা নিয়ে ১৪৫ ভোট পেয়ে বিজয়ী হয়,তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোঃ জসিম উদ্দিন মোটরসাইকেল মার্কা ১৩১ ভোট পায়,
সাধারণ সম্পাদক পদে আবুল কালাম আজাদ ফুটবল মার্কা নিয়ে ২৪০ ভোট পেয়ে বিজয়ী হয়,তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আবদুল কাদের মোরগ মার্কা ২৯ ভোট পায়,
সাংগঠনিক সম্পাদক পদে নুরুল আমিন রবিন মাছ মার্কা ৯৮ ভোট পেয়ে বিজয়ী হয়,তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাহার মিয়া তালা মার্কা ৯৬ ভোট পায়,
কোষাধ্যক্ষ পদে সজীব ঠেলাগাড়ি মার্কা ১৩৯ ভোট পেয়ে বিজয়ী হয়, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হিসেবে নুর হোসেন রুবেল গোলাপফুল মার্কা ১৩৭ ভোট পায়।
নির্বাচিত হয়ে প্রার্থীরা বলেন আমরা এই বাজারের উন্নয়নে সকল ব্যবসায়ীদের সাথে নিয়ে একসাথে কাজ করবো।