ফিটনেসবিহীন গাড়ির বিরুদ্ধে পাবনা বিআরটিএ’র অভিযান
মিনারুল ইসলাম (স্টাফ রিপোর্টার পাবনা): বিআরটিএ পাবনা সার্কেল কর্তৃক ফিটনেসবিহীন গাড়ি ও অবৈধ যানবাহন এর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করতে, সড়ক পরিবহন আইন ২০১৮ এর ধারা ৩৬ এর প্রদত্ত ক্ষমতা বলে সরকার বাস মিনিবাসের ক্ষেত্রে ২০ বছর এবং ট্রাক কভার্ডভ্যান প্রভৃতি মালবাহী মোটরযানের ক্ষেত্রে ২৫ বছর ইকোনমিক লাইফ নির্ধারণ করেছে। সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য উল্লেখিত ইকোনোমিক লাইফ মেয়াদোত্তীর্ণ বাস, মিনিবাস, ট্রাক, কভার্ডভ্যান প্রভৃতি মালবাহী মোটরযানের বিরুদ্ধে বিআরটিএ, জেলা প্রশাসন, পুলিশ বিভাগ, মালিক সমিতি ও শ্রমিক সংগঠনের সমন্বয়ে বিআরটিএ পাবনা সার্কেলের উদ্যোগে অভিযান পরিচালনা করা হয়। এসময় ১২ টি মামলা ও ২৯ হাজার টাকা জরিমানা এবং ১টি ট্রাককে মুচলেকা সহ জরিমনা আদায় করা হয়। ভবিষ্যতে এমন ফিটনেসবিহীন গাড়ি না চালানোর বিষয়ী স্বীকারোক্তি প্রদান করেন কর্তৃপক্ষ৷