প্রতিবাদ সমাবেশ – মানিকগঞ্জ জেলা শ্রমিকদল
মোঃ আব্দুল জলিল পাশা
উপজেলা প্রতিনিধি
সাটুরিয়া মানিকগঞ্জ
মানিকগঞ্জ জেলা বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিকদলের উদ্যোগে এক বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ছবি অবমাননা ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে কটূক্তিপূর্ণ বক্তব্য দেওয়ার প্রতিবাদে এই কর্মসূচি আয়োজন করা হয়।
বিক্ষোভ মিছিলটি জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে বাসস্ট্যান্ডে এসে শেষ হয়। এরপর সেখানে শুরু হয় প্রতিবাদ সমাবেশ।
প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন মোঃ আব্দুল কাদের, সভাপতি, মানিকগঞ্জ জেলা শ্রমিকদল। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মোঃ আঃ রাজ্জাক লিটন, সাধারণ সম্পাদক, মানিকগঞ্জ জেলা শ্রমিকদল। বক্তব্য রাখেন মোঃ আরিফ হোসেন লিটন, সাবেক দপ্তর সম্পাদক ও আহ্বায়ক সদস্য, মানিকগঞ্জ জেলা বিএনপি; মোঃ কায়ছার আহম্মেদ, সদস্য, আহ্বায়ক কমিটি, মানিকগঞ্জ জেলা বিএনপি; এবং মোঃ আবুল বাশার, সাধারণ সম্পাদক, সাটুরিয়া উপজেলা বিএনপি।
এছাড়াও বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা বক্তব্য রাখেন এবং প্রতিবাদ জানান। বক্তারা রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও তারেক রহমানের বিরুদ্ধে কটূক্তির তীব্র নিন্দা জানান এবং এই ধরনের অপপ্রচারের বিরুদ্ধে দলীয়ভাবে ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়ানোর আহ্বান জানান।