নান্দাইলে ঐতিহ্যবাহী অলি মাহমুদ হেফজুল উলুম মাদ্রাসা পরিদর্শন করলেন ইউএনও সারমিনা সাত্তার
মোঃ এমদাদুল হক ভূইয়া
নান্দাইল (উপজেলা) প্রতিনিধি:
ময়মনসিংহের নান্দাইল উপজেলার প্রাণকেন্দ্র নান্দাইল পৌরসভার ২নং ওয়ার্ডের কাকচর মহল্লায় অবস্থিত ঐতিহ্যবাহী অলি মাহমুদ হেফজুল উলুম মাদ্রাসা পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সারমিনা সাত্তার।
সোমবার (২১ জুলাই ২০২৫) সকাল ১০টার দিকে তিনি মাদ্রাসাটি পরিদর্শনে যান। মাদ্রাসা কর্তৃপক্ষের পক্ষ থেকে তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। পরিদর্শনকালে ইউএনও মাদ্রাসার শিক্ষা কার্যক্রম, পাঠদানের পদ্ধতি, পরিবেশ ও সার্বিক শৃঙ্খলা ঘুরে ঘুরে পর্যবেক্ষণ করেন।
এ সময় শিক্ষার্থীরা পবিত্র কোরআন তিলাওয়াত করে ইউএনওকে শুনান, যা তিনি মনোযোগসহকারে শ্রবণ করেন এবং সন্তোষ প্রকাশ করেন। শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন,
“তোমাদের মধ্য থেকেই ভবিষ্যতের আলেম, হাফেজ ও দেশসেবক তৈরি হবে। একাগ্রতা ও নিষ্ঠার সঙ্গে পড়াশোনা চালিয়ে যেতে হবে।”
তিনি আরও বলেন,
“ইসলামি শিক্ষা ও নৈতিক শিক্ষার প্রসারে সরকার আন্তরিক। শিক্ষা প্রতিষ্ঠানের পরিবেশ ও গুণগত মান উন্নয়নে প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় সহায়তা অব্যাহত থাকবে।”
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন মাদ্রাসার মোহতামিম মাওলানা হাবিবুর রহমান, মাদ্রাসা পরিচালনা কমিটির সদস্য ও সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল মতিন ভূইয়া, মোঃ মহিউদ্দিন ভূইয়া, আবুল কাশেম ভূইয়া, প্রফেসর মোঃ মাসুদুল হক ভূইয়া, সিনিয়র সাংবাদিক হান্নান মাহমুদ, মাহমুদ হাসান ভূইয়া (কাদের), মোঃ জাকির হোসেন ভূইয়া সহ শিক্ষকবৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
পরিদর্শন শেষে ইউএনও শিক্ষক ও পরিচালনা কমিটির সঙ্গে মতবিনিময় করেন এবং শিক্ষার মানোন্নয়ন ও পরিবেশ রক্ষায় প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
মাদ্রাসা কর্তৃপক্ষ ইউএনওর এ সফরের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে ধন্যবাদ জ্ঞাপন করেন। এ সময় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত থেকে পরিদর্শন কার্যক্রমটি কাভার করেন।