মোঃ সাইফুল ইসলাম ,
নওগাঁর মান্দা উপজেলার কশব ইউনিয়নের তালপাতিলা গ্রামে লোমহর্ষক এ ঘটনা ঘটেছে। সানাউল্লার ছেলে মোহাম্মদ আজিজ (৪৫) নামের এক ব্যক্তি বস্তাবন্দি অবস্থায় আজ সোমবার (২১ জুলাই) সকালে মাঠের মধ্যে পড়ে থাকতে দেখা যায়। জানা যায়, তিনি রোববার রাত ১০টা থেকে নিখোঁজ ছিলেন। পরিবারের সদস্যরা বহু খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি। আজ সোমবার সকালে স্থানীয় লোকজন মাঠের ভেতর একটি বস্তার মধ্যে থেকে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করেন।
থানার অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা যায়, জমিজমা ও পূর্ব শত্রুতা জের ধরে পরিকল্পিতভাবে তার সদ ভাই নাসির উদ্দীনের নেতৃত্বে তার ছেলে নাজমুল( ২৫) ও মৃতঃ মজো দেওয়ানের ছেলে ইয়াদ আলি (৬০),সাহার আলী( ৬৫) গনির ছেলে লফুর(৭০), কফের উদ্দিনের ছেলে মোজো(৫০), আহাদ আলির ছেলে রফিকুল ইসলাম (৪৫) ও মুজিবরে স্ত্রী নাসিমা বেগম (৪২)। গতকাল রোববার এশার নামাজ পড়ে বাড়ির ফিরার পথে ইবিরের পল্ট্রি ফার্মের পিছনে ডেকে নিয়া যায় মোহাম্মদ আজিজ কে তারপর তারা মারধর করে বস্তাবন্দি করে ফেলে রেখে যায় কাদাযুক্ত ফসলি জমির ক্ষেতে । আজ সকালে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করেন, বর্তমান তার অবস্থা আশঙ্কাজনক।
অভিযুক্ত ইয়াদ আলী সাথে কথা হলে তিনি জানান, এই ঘটনার সাথে তিনি জড়িত না এই বলে তিনি এড়িয়ে যান। এ বিষয়ে বান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) মনসুর রহমান জানান,অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।