নওগাঁয় আওয়ামী লীগের সন্ত্রাস কর্তৃক জোর*পূর্বক জমি দখলের অভি*যোগ
মোঃ সাজেদুর রহমান স্টাফ রিপোর্টার (নওগাঁ)
নওগাঁয় জোরপূর্বক জমি দখলের অভিযোগ পাওয়া গেছে, উপজেলার চন্ডিপুর গ্রামের সাদিকুল ইসলাম এর ছেলে মোঃ লিটন হোসেন বাদী হয়ে থানায় একটি অভিযোগ দায়ের করেন। অভিযোগ সূত্রে জানা যায়। বাংলাদেশ আওয়ামী লীগ ফ্যাসিবাদ সরকারের আমলে আওয়ামী লীগ চন্ডিপুর গ্রামের মনসুর আলীর ছেলে, অবৈধ আওয়ামী লীগ সরকারের অন্যতম নেতা আব্দুর রাজ্জাক। মসব্বর কবিরাজের ছেলে মোঃ সালাম কবিরাজ। আব্দুল কবিরাজ। সহ আওয়ামী লীগের একটি সন্ত্রাসী বাহিনী এই জমি জোরপূর্বক দখল করেছে। ভুক্তভোগী মোঃ লিটন হোসেন বলেন আমার নানী সাহারা বেবি পাঁচ বছর আগে আমার নামে এবং মায়ের নামে তিন বিঘা জমি কবলা করিয়া দেয় এরপর থেকেই এই জমি আমরা চাষাবাদ করে আসতে ছিলাম। কিছুদিন পরে এ আওয়ামী লীগের সন্ত্রাস বাহিনী আমাদের জমি দখল করে। আমরা থানায় অভিযোগ দিয়েছি প্রশাসনের সহযোগিতা চেয়েছি আইনি মাধ্যমে আমরা জমিতে যাব বলে জানান তারা। এ বিষয়ে অভিযুক্ত আব্দুর রাজ্জাকের সঙ্গে কথা হলে তিনি বলেন আমার এলাকায় খোঁজখবর নেন আমি হুমকি ধমকি দেই নাই জমি দখল করি নাই বলে জানান তিনি। নওগাঁ সদর থানার অফিসার ইনচার্জ নুর আলম সিদ্দিকী বলেন তদন্ত সাপেক্ষে আইনের ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন তিনি