কুতুবদিয়া থানা পুলিশের ডেভিল হান্ট অভি*যানে ৪ জন গ্রেফ*তার
সংবাদদাতাঃ মহিউদ্দীন কুতুবী,উপজেলা কুতুবদিয়া, কক্সবাজার।
দ্বীপ উপজেলা কুতুবদিয়ায় থানা পুলিশ ডেভিল হান্ট অভিযান পরিচালনা করে আওয়ামী লীগের ৪ নেতাকর্মীকে গ্রেপ্তার করা করেছে। সোমবার (২১ জুলাই ২৫ইং) কুতুবদিয়া উপজেলার বিভিন্ন ইউনিয়নে পৃথক পৃথক অভিযান চালিয়ে তাদের কে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন বঙ্গবন্ধু সৈনিক লীগের সভাপতি গোলাম মোস্তফা বাদশা সিকদার(৪৫), মৃত জাফর আলম সিকদার এর ছেলে আলী আকবর ডেইল ইউনিয়ন ৬ নং মশরফ আলী সিকদার পাড়া,আলী আকবর ডেইল ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য নজরুল ইসলাম (৪৮) নুর আহম্মেদ ছেলে আলী আকবর ডেইল সন্দ্বীপ পাড়া, আলী আকবর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাফর আলম(৫০) মৃত তমিজ উদ্দিন এর ছেলে আলী আকবর ডেইল মশরফ আলী সিকদার পাড়া,বড়ঘোপ ইউনিয়নের মনোহরখালী এলাকার নুরুল ইসলাম (৩৭) তফসির আহমদ এর ছেলে।
কুতুবদিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আরমান হোসেন বলেন, "বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের হামলায় দায়েরকৃত মামলায় তাদের আটক করা হয়েছে।"