কক্সবাজার জেলা প্রশাসনের ব্যতিক্রমধর্মী উদ্যোগ “এক শহীদ এক বৃক্ষ” কর্মসূচি ২০২৫
এম কে হাসান বিশেষ প্রতিবেদক কক্সবাজার
কক্সবাজার জেলা প্রশাসন, ও বন বিভাগ, কক্সবাজার – এর যৌথ উদ্যোগে ২০ জুলাই ২০২৫ অনুষ্ঠিত হয়ে গেল ২০২৪ এর জুলাই-আগষ্ট গণঅভ্যুত্থানের শহিদ স্মরণে “এক শহিদ এক বৃক্ষ কর্মসূচি” ।
২০২৪ সালের ঐতিহাসিক জুলাই-আগষ্ট গণঅভ্যুত্থানে শাহাদাত বরণকারী কক্সবাজারের চারজন শহিদ হন । শহিদ ওয়াসিম, শহিদ তানভীর, শহিদ নুরুল আমিন ও শহিদ আহসান হাবিব – এই শহিদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানাতে এই কর্মসূচির আয়োজন করা হয় বলে জানান জেলা প্রশাসক মোহাম্মদ সালাহ উদ্দিন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক কক্সবাজার মোহাম্মদ সালাহ্ উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার জনাব মো: সাইফুদ্দিন শাহীন, আহত জুলাই-আগষ্ট যোদ্ধাগণ, শহিদ পরিবারের সদস্যবৃন্দ, বিভিন্ন দপ্তর প্রধান ও ছাত্র প্রতিনিধিবৃন্দ।
শহীদ পরিবারের সদস্য ও আহত যোদ্ধাদের আন্তরিক অভিব্যক্তিতে আয়োজনটিতে আবেগঘন মুহূর্তের অবতারণা হয়।
আমন্ত্রিত অতিথিবৃন্দের বক্তব্যের পর চার শহিদের স্মরণে শহীদ পরিবারের সদস্য সহ জেলা প্রশাসক মহোদয় উপস্থিত সবাই কে সাথে নিয়ে স্বহস্তে চারটি গাছের চারা রোপণ করেন :-
**কৃষ্ণচূড়া** — *আত্মত্যাগের প্রতীক*
**অর্জুন** — *নির্ভীকতার প্রতীক*
**কদম** — *বিজয়ের আনন্দের প্রতীক*
**সোনালু** — *অনুপ্রেরণার প্রতীক*
আয়োজনের শেষে শহিদের আত্মার মাগফিরাত কামনা করে এক বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।
এই বিশেষ উদ্যোগে রোপিত বৃক্ষ গুলো কক্সবাজারের শহিদদের স্মরণে একটি সবুজ শ্রদ্ধাঞ্জলি হিসেবে চিরস্মরণীয় হয়ে থাকবে বলে মনে করেন আহত ও শহিদ পরিবারের সদস্যরা।