1. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  2. info@www.provatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
সোমবার, ২১ জুলাই ২০২৫, ০৮:১১ অপরাহ্ন
সর্বশেষ :
নান্দাইলে ব্যতিক্রমী আয়োজন: জুলাই শহীদদের ব্যবহৃত জিনিসপত্রের প্রদর্শনী…. শহীদ সাগ্নিক হাসপাতালের বেডে জীবন-মৃ+ত্যুর সন্ধিক্ষণে, সহায়তার আহ্বান ফেনী সদর ৯নং লেমুয়া ইউনিয়ন তেরবাডিয়া গ্রাম-লেমুয়াঃ- একটি আদর্শ গ্রাম মিথ্যা মাম*লায় ৪০দিন জেল হাজতে ছিলেন সাংবাদিক সৈয়দ শিহাব উদ্দিন মিজান শান্তিগঞ্জে মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে গাছের চারা টিফিন ও পানির বোতল বিতরণ শহীদ ওয়াসিমের কবর জেয়ারত করল এনসিপি আহবায়ক নাহিদ প্রতিবাদ সমাবেশ – মানিকগঞ্জ জেলা শ্রমিকদল নওগাঁয় আওয়ামী লীগের সন্ত্রাস কর্তৃক জোরপূর্বক জমি দখলের অভিযোগ মোঃ সাজেদুর রহমান স্টাফ রিপোর্টার (নওগাঁ) নওগাঁয় জোরপূর্বক জমি দখলের অভিযোগ পাওয়া গেছে, উপজেলার চন্ডিপুর গ্রামের সাদিকুল ইসলাম এর ছেলে মোঃ লিটন হোসেন বাদী হয়ে থানায় একটি অভিযোগ দায়ের করেন। অভিযোগ সূত্রে জানা যায়। বাংলাদেশ আওয়ামী লীগ ফ্যাসিবাদ সরকারের আমলে আওয়ামী লীগ চন্ডিপুর গ্রামের মনসুর আলীর ছেলে, অবৈধ আওয়ামী লীগ সরকারের অন্যতম নেতা আব্দুর রাজ্জাক। মসব্বর কবিরাজের ছেলে মোঃ সালাম কবিরাজ। আব্দুল কবিরাজ। সহ আওয়ামী লীগের একটি সন্ত্রাসী বাহিনী এই জমি জোরপূর্বক দখল করেছে। ভুক্তভোগী মোঃ লিটন হোসেন বলেন আমার নানী সাহারা বেবি পাঁচ বছর আগে আমার নামে এবং মায়ের নামে তিন বিঘা জমি কবলা করিয়া দেয় এরপর থেকেই এই জমি আমরা চাষাবাদ করে আসতে ছিলাম। কিছুদিন পরে এ আওয়ামী লীগের সন্ত্রাস বাহিনী আমাদের জমি দখল করে। আমরা থানায় অভিযোগ দিয়েছি প্রশাসনের সহযোগিতা চেয়েছি আইনি মাধ্যমে আমরা জমিতে যাব বলে জানান তারা। এ বিষয়ে অভিযুক্ত আব্দুর রাজ্জাকের সঙ্গে কথা হলে তিনি বলেন আমার এলাকায় খোঁজখবর নেন আমি হুমকি ধমকি দেই নাই জমি দখল করি নাই বলে জানান তিনি। নওগাঁ সদর থানার অফিসার ইনচার্জ নুর আলম সিদ্দিকী বলেন তদন্ত সাপেক্ষে আইনের ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন তিনি গজারিয়ায় নৌ চাঁদা*বাজকে আ*টক করে পুলিশে দিল গ্রামবাসী সুনামগঞ্জ-৩ নির্বাচনী মাঠে নজর কাড়ছেন মেজর(অবঃ) আশফাক শামী

উত্তরার মাইলস্টোন স্কুলে বিমান বাহিনীর এফ-৭ বিজিআই বিধ্বস্ত: বহু হতাহত, উ*দ্ধার অভি*যান চলমান

দৈনিক প্রভাতী বাংলাদেশ
  • প্রকাশিত: সোমবার, ২১ জুলাই, ২০২৫
  • ৪৫ বার পড়া হয়েছে

উত্তরার মাইলস্টোন স্কুলে বিমান বাহিনীর এফ-৭ বিজিআই বিধ্বস্ত: বহু হতাহত, উ*দ্ধার অভি*যান চলমান

ডেস্ক রিপোর্ট: পুলক শেখ । বিশেষ প্রতিনিধি, ভালুকা, ময়মনসিংহ।

ঢাকা, ২১ জুলাই ২০২৫: রাজধানীর উত্তরার তুরাগ থানাধীন দিয়াবাড়ি এলাকায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের অস্থায়ী ক্যাম্পাসে সোমবার দুপুর ১:০৬ মিনিটে বাংলাদেশ বিমান বাহিনীর একটি এফ-৭ বিজিআই (৭০১) প্রশিক্ষণ বিমান উড্ডয়নের পর বিধ্বস্ত হয়েছে। দুপুর ১:১৮ মিনিটের দিকে বিমানটি কলেজ চত্বরের একটি ভবনের ওপর আছড়ে পড়ে এবং তাৎক্ষণিকভাবে আগুন ধরে যায়। এই মর্মান্তিক দুর্ঘটনায় বেশ কয়েকজন ছাত্র-ছাত্রী ও বেসামরিক ব্যক্তি আহত হয়েছেন বলে জানা গেছে, তবে হতাহতের সংখ্যা এখনও নিশ্চিত করা যায়নি।

প্রত্যক্ষদর্শী ও মাইলস্টোন কলেজের একজন শিক্ষার্থী জানান, বিমানটি কলেজের মাঠে ও ভবনের ওপর বিধ্বস্ত হয়। প্রাথমিক তথ্য অনুযায়ী, বিমানে স্কোয়াড্রন লিডার তৌকির ছিলেন, তবে অন্য কেউ ছিলেন কিনা তা এখনও স্পষ্ট নয়। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন, কিন্তু পাইলটের অবস্থা বা দুর্ঘটনার কারণ সম্পর্কে তিনি বিস্তারিত জানাতে পারেননি। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)-এর সহকারী পরিচালক রাশেদুল আলম খান জানান, দুর্ঘটনার কারণ অনুসন্ধানে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার লিমা খানম জানান, দুপুর ১:১৮ মিনিটে খবর পাওয়ার পর উত্তরা, টঙ্গী, পল্লবী, কুর্মিটোলা, মিরপুর ও পূর্বাচল ফায়ার স্টেশনের আটটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। আহতদের দ্রুত স্থানীয় হাসপাতাল ও ঢাকার বিভিন্ন মেডিকেল সেন্টারে স্থানান্তর করা হয়েছে। দুর্ঘটনাস্থলে উদ্ধারকাজ এখনও চলমান।

এই ঘটনা স্থানীয় বাসিন্দা ও শিক্ষার্থীদের মাঝে ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে। বিমান বাহিনী গভীর শোক প্রকাশ করে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছে। কর্তৃপক্ষ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এবং ক্ষতিগ্রস্তদের সহায়তায় সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

নওগাঁয় আওয়ামী লীগের সন্ত্রাস কর্তৃক জোরপূর্বক জমি দখলের অভিযোগ মোঃ সাজেদুর রহমান স্টাফ রিপোর্টার (নওগাঁ) নওগাঁয় জোরপূর্বক জমি দখলের অভিযোগ পাওয়া গেছে, উপজেলার চন্ডিপুর গ্রামের সাদিকুল ইসলাম এর ছেলে মোঃ লিটন হোসেন বাদী হয়ে থানায় একটি অভিযোগ দায়ের করেন। অভিযোগ সূত্রে জানা যায়। বাংলাদেশ আওয়ামী লীগ ফ্যাসিবাদ সরকারের আমলে আওয়ামী লীগ চন্ডিপুর গ্রামের মনসুর আলীর ছেলে, অবৈধ আওয়ামী লীগ সরকারের অন্যতম নেতা আব্দুর রাজ্জাক। মসব্বর কবিরাজের ছেলে মোঃ সালাম কবিরাজ। আব্দুল কবিরাজ। সহ আওয়ামী লীগের একটি সন্ত্রাসী বাহিনী এই জমি জোরপূর্বক দখল করেছে। ভুক্তভোগী মোঃ লিটন হোসেন বলেন আমার নানী সাহারা বেবি পাঁচ বছর আগে আমার নামে এবং মায়ের নামে তিন বিঘা জমি কবলা করিয়া দেয় এরপর থেকেই এই জমি আমরা চাষাবাদ করে আসতে ছিলাম। কিছুদিন পরে এ আওয়ামী লীগের সন্ত্রাস বাহিনী আমাদের জমি দখল করে। আমরা থানায় অভিযোগ দিয়েছি প্রশাসনের সহযোগিতা চেয়েছি আইনি মাধ্যমে আমরা জমিতে যাব বলে জানান তারা। এ বিষয়ে অভিযুক্ত আব্দুর রাজ্জাকের সঙ্গে কথা হলে তিনি বলেন আমার এলাকায় খোঁজখবর নেন আমি হুমকি ধমকি দেই নাই জমি দখল করি নাই বলে জানান তিনি। নওগাঁ সদর থানার অফিসার ইনচার্জ নুর আলম সিদ্দিকী বলেন তদন্ত সাপেক্ষে আইনের ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন তিনি

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট