৪৬, নওগাঁ-১ (নিয়ামতপুর, পোরশা, সাপাহার) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী জনাব মোঃ মোস্তাফিজুর রহমান
এম,এ,মান্নান, স্টাফ রিপোর্টার,নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি,দৈনিক প্রভাতী বাংলাদেশ
গণতন্ত্রের সৌন্দর্য নিহিত রয়েছে একজন যোগ্য নেতৃত্ব নির্বাচনের মাধ্যমে জনগণের আশা-আকাঙ্ক্ষাকে বাস্তবে রূপ দেওয়ার মধ্য দিয়ে। রাজনীতি মানে শুধুই ক্ষমতার লড়াই নয়, এটি এক মহৎ সেবার মাধ্যম। ঠিক এমনটাই বিশ্বাস করেন ৪৬, নওগাঁ-১ আসনের (নিয়ামতপুর, পোরশা ও সাপাহার) বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী জনাব মোঃ মোস্তাফিজুর রহমান।তিনি একজন উদার দৃষ্টিভঙ্গির, কর্মঠ ও সাহসী রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে দীর্ঘদিন ধরে এলাকার সাধারণ মানুষের সঙ্গে আত্মিক বন্ধনে আবদ্ধ রয়েছেন। রাজনৈতিকভাবে তিনি বিএনপির আদর্শে বিশ্বাসী, ত্যাগ ও নিষ্ঠার মাধ্যমে সংগঠনকে শক্তিশালী করার লক্ষ্যে নিরলসভাবে কাজ করে চলেছেন।
একটি সাক্ষাৎকারে তিনি বলেন –"আমাকে যদি বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে মনোনয়ন প্রদান করা হয় এবং জনগণ আমাকে নির্বাচিত করে, তবে আমি ইনশাআল্লাহ আমার নির্বাচনী এলাকা নিয়ামতপুর, পোরশা ও সাপাহারকে একটি ‘রোল মডেল’ উপজেলায় রূপান্তর করব।"
এই প্রতিশ্রুতি শুধুমাত্র কথার মধ্যে সীমাবদ্ধ নয়, এর পেছনে রয়েছে সুদূরপ্রসারী পরিকল্পনা ও বাস্তবধর্মী চিন্তা। তিনি বিশ্বাস করেন, জনসেবাই সর্বোচ্চ ইবাদত।
অঞ্চলের শিক্ষাব্যবস্থার উন্নয়নে নতুন শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠা, উপবৃত্তি বৃদ্ধি, শিক্ষকদের সম্মানজনক জীবনমান নিশ্চিতকরণসহ শিক্ষা অবকাঠামোর আধুনিকায়নের ওপর গুরুত্বারোপ করবেন।
উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে আধুনিক হাসপাতাল ও কমিউনিটি ক্লিনিক স্থাপন করে সকলের জন্য সহজলভ্য চিকিৎসাসেবা নিশ্চিত করা তাঁর অঙ্গীকার।এলাকার প্রধান আয়ের উৎস কৃষিকে আরও উন্নত ও লাভজনক করার লক্ষ্যে কৃষকদের জন্য স্বল্পসুদে ঋণ, সার-বীজ ও প্রশিক্ষণ সুবিধা নিশ্চিত করা হবে।বেকার সমস্যা নিরসনে যুব সমাজকে প্রশিক্ষিত ও দক্ষ করে গড়ে তোলা হবে। আইটি ট্রেনিং সেন্টার, টেকনিক্যাল স্কুল প্রতিষ্ঠা, স্টার্টআপ সহযোগিতা ও ক্ষুদ্র উদ্যোক্তাদের প্রণোদনা দেওয়া হবে।অঞ্চলের রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট ও জনসাধারণের চলাচলযোগ্য অবকাঠামো উন্নয়ন করে ভ্রমণ ও পণ্য পরিবহনে সুবিধা আনতে চান তিনি।গরিব, দুঃস্থ, বিধবা ও প্রবীণ নাগরিকদের জন্য সামাজিক নিরাপত্তা বেষ্টনী আরও শক্তিশালী করা হবে। দুর্নীতি রোধে প্রশাসনিক স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করবেন।জনাব মোস্তাফিজুর রহমান ইতোমধ্যেই এলাকায় একজন মানবিক নেতা হিসেবে পরিচিত। দুর্যোগে, দুঃসময়ে সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে তিনি নিজেকে প্রমাণ করেছেন একজন গণমানুষের প্রতিনিধি হিসেবে। তার স্বপ্ন, চিন্তা ও কর্মপন্থা প্রমাণ করে যে তিনি কেবল একজন মনোনয়ন প্রত্যাশী নন, বরং একজন স্বপ্নদ্রষ্টা যিনি তার নির্বাচনী এলাকাকে বাস্তবিক অর্থেই পরিবর্তনের পথে এগিয়ে নিতে চান।বাংলাদেশের রাজনীতিতে এখন সময় এসেছে তরুণ, উদ্যমী, কর্মঠ ও ভিশনারি নেতার হাত ধরে জনগণের প্রত্যাশা পূরণের। জনাব মোঃ মোস্তাফিজুর রহমান যদি বিএনপি থেকে মনোনয়ন লাভ করে নির্বাচনে জয়লাভ করেন, তবে তিনি তাঁর প্রতিশ্রুতি অনুযায়ী নওগাঁ-১ আসনের জনগণের ভাগ্যোন্নয়নে কাজ করে যাবেন। তাঁর দায়িত্ববোধ, চিন্তা-দৃষ্টিভঙ্গি ও জনসেবার মনোভাব এই অঞ্চলের উন্নয়নের নতুন দিগন্ত উন্মোচন করতে পারে।
"আমি রাজনীতি করি জনগণের সেবা ও কল্যাণের জন্য – ক্ষমতা নয়, দায়িত্বই আমার মূল লক্ষ্য" – মোঃ মোস্তাফিজুর রহমান।