সাংবাদিকতায় বিশেষ অবদান রাখায় সম্মাননা পেলেন দৈনিক দিন প্রতিদিনের জসিম শেখ
মুন্সিগঞ্জ জেলা প্রতিনিধি: হোসেন হাওলাদার
দৈনিক দিন প্রতিদিন পত্রিকার ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে কেন্দ্রীয় কচিকাঁচার মেলা মিলনায়তনে, শনিবার বিকেল ৪টায়।
অনুষ্ঠানে সাংবাদিকতায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ সম্মাননা প্রদান করা হয় মুন্সিগঞ্জ জেলা প্রতিনিধি মোঃ জসিম শেখ-কে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পত্রিকার সম্পাদক ও প্রকাশক মোঃ সফিকুল ইসলাম সাদ্দাম। অনুষ্ঠানের উদ্বোধন করেন বিএফইউজে-এর ভারপ্রাপ্ত সভাপতি ওবায়দুর রহমান শাহীন।
প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বিএফইউজে-এর মহাসচিব কাদের গণী চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি মোঃ শহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক খুরশিদ আলম, লে. কর্নেল (অব.) মুক্তারুজ্জামান চৌধুরী (উপদেষ্টা, দৈনিক দিন প্রতিদিন), মুক্তার হোসেন গাজী (উপদেষ্টা), এম জে কিবরিয়া (প্রধান সম্পাদক), এবং মোঃ সালেহ আহমেদ (ব্যবস্থাপক, দৈনিক দিন প্রতিদিন)।
অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আব্দুস সালাম, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা, সম্মাননা প্রদান করেন মোঃ জসিম শেখ-কে।