ময়মনসিংহের ভালুকায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও তারেক রহমানের অবমাননার প্রতিবাদে বিক্ষোভ মিছিল
বিশেষ প্রতিনিধি: পুলক শেখ । ভালুকা, ময়মনসিংহ
২০ জুলাই ২০২৫, রোববার
ভালুকা (ময়মনসিংহ): সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ছবি অবমাননা এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে কটুক্তি ও ষড়যন্ত্রের প্রতিবাদে ময়মনসিংহের ভালুকা উপজেলায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ভালুকা উপজেলা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে হাজারো নেতাকর্মী অংশ নেন। এই আয়োজনে বিশেষভাবে উল্লেখযোগ্য ছিলেন ফখর উদ্দিন আহমেদ বাচ্চু, সেই নেতা, যাঁর পদ মানুষের হৃদয়ে গভীরভাবে রেখাপাত করেছে।
মিছিলটি রোববার বিকেল ৪টায় ভালুকা উপজেলা সরকারি কলেজ এলাকা থেকে শুরু হয়ে উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় বাসস্ট্যান্ড দলীয় কার্যালয়ের সামনের এলাকায় এসে সমাবেশে রূপান্তরিত হয়। সমাবেশে বক্তারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদানের কথা স্মরণ করে বলেন, তিনি স্বাধীনতার ঘোষক এবং দেশের জনগণের কল্যাণে নিবেদিত ছিলেন। তার ছবি অবমাননা ও তারেক রহমানের বিরুদ্ধে কুরুচিপূর্ণ মন্তব্যকে রাজনৈতিক শিষ্টাচারের পরিপন্থী এবং গণতন্ত্রের প্রতি হুমকি হিসেবে উল্লেখ করেন। বক্তারা আরও বলেন, বিএনপির নেতৃত্বে দেশে গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার লড়াই অব্যাহত থাকবে।
কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক রুহুল আমিন মাসুদ। এছাড়া উপস্থিত ছিলেন ভালুকা উপজেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক আহসান উল্লাহ খান রুবেল, গুলজার হোসেন, এডভোকেট ওসমান গনি মল্লিক মাখন, সাবেক সহ-সভাপতি আনোয়ার উদ্দিন আহমেদ (সাবেক চেয়ারম্যান ১১নং রাজৈ ইউনিয়ন), সম্মানিত সদস্য আব্দুল কাইয়ুম সরকার রিপন (সাবেক চেয়ারম্যান ৫ নং বিরুনীয়া ইউনিয়ন), ময়মনসিংহ দক্ষিণ জেলা যুবদলের সহ-সভাপতি মতিউর রহমান মিল্টন, ভালুকা উপজেলা যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক শাহাবুল আলম শাওন, ভালুকা পৌর যুবদলের ৬ নং ওয়ার্ড সভাপতি মনির হোসেন রুবেল, ভালুকা উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব তোজাম্মেল হক বকুল, ভালুকা উপজেলা মহিলা দলের সভাপতি শামীমা রশিদ, ভালুকা উপজেলা ছাত্রদলের সদস্য সচিব ইঞ্জিনিয়ার রিয়াদ পাঠান, ভালুকা পৌর ছাত্রদলের আহ্বায়ক মিয়াদ খান,
ভালুকা উপজেলা কৃষকদলের আহ্বায়ক তারিকুল ইসলাম তারু, পৌর কৃষকদলের সদস্য সচিব তোফায়েল আহমেদ টুটুল এবং ভালুকা উপজেলা উলামা দলের আব্দুল রশীদ।
সমাবেশে বক্তারা বলেন, “একটি মহল বিএনপির জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে শহীদ জিয়া ও তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যা প্রচারণা চালাচ্ছে। কিন্তু জনগণের সমর্থনের মাধ্যমে বিএনপি এই ষড়যন্ত্র মোকাবিলা করবে।” তারা অবিলম্বে অপপ্রচারকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান এবং গণতন্ত্র পুনরুদ্ধারে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
মিছিল ও সমাবেশে বিএনপি ও এর অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। কর্মসূচি শেষে নেতাকর্মীরা শান্তিপূর্ণভাবে ছত্রভঙ্গ করেন।