নেসকো ঘেরাও করে রুয়েট শিক্ষার্থীদের বিক্ষোভ
সাখাওয়াত হাসান বিজয়
প্রভাতী বাংলাদেশ
ইঞ্জিনিয়ার নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবিতে নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানী নেসকো কার্যালয় ঘেরাও করে বিক্ষোভ করেছে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের রুয়েট সাধারণ শিক্ষার্থীরা । নগরীর হেতেমখাঁ এলাকায় নেসকো কার্যালয়ের সামনে রাস্তা অবরোধ করে এ কর্মসূচি পালন করেন ।
এসময় শিক্ষার্থীরা বলেন, নেসকোর সাম্প্রতিক নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা ছিল না। নিয়োগ বোর্ডে রুয়েট থেকে উত্তীর্ণ যোগ্য প্রার্থীদের বঞ্চিত করা হয়েছে এবং পছন্দমতো ব্যক্তিদের সুযোগ করে দিতে নিয়মবহির্ভূতভাবে ফলাফল ঘোষণা করা হয়েছে ।
নেসকোতে ইঞ্জিনিয়ার নিয়োগে দীর্ঘদিন ধরে স্বজনপ্রীতি ও অস্বচ্ছ প্রক্রিয়া চলছে এতে প্রকৃত মেধাবীরা বঞ্চিত হচ্ছেন এটি চলতে দেওয়া যায় না এ সময় তারা তিনদফা দাবি তুলে ধরেন।
১ Assistant Engineer AE ৭ম গ্রেড পদের নিয়োগ অবশ্যই সরাসরি পরীক্ষার মাধ্যমে হতে হবে এ পদে কোনো প্রমোশনাল কোটা রাখা যাবে না।
২ Sub Assistant Engineer SAE ৮ম গ্রেড পদে সকল ধরণের ডিপ্লোমা কোটা বাতিল করে সকল ইঞ্জিনিয়ারদের জন্য আবেদন উন্মুক্ত করতে হবে।
৩ বর্তমানে নেসকোতে AE পদে ৩৩ শতাংশের বেশি প্রমোশন নিয়ে যেসব চাকরিজীবী রয়েছেন তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নিতে হবে। ঘণ্টাব্যাপী এই বিক্ষোভে শিক্ষার্থীরা প্ল্যাকার্ড ও স্লোগানে তাদের দাবি তুলে ধরেন। তারা অনিয়মের নিরপেক্ষ তদন্ত, নিয়োগ প্রক্রিয়ার পুনর্মূল্যায়ন এবং ভবিষ্যতে স্বচ্ছতা বজায় রাখার দাবি জানান শিক্ষার্থীরা এসব দাবি বাস্তবায়নের আহ্বান জানান একইসঙ্গে দাবি পূরণ না হলে আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারিও দেন তারা। নেসকোর পক্ষ থেকে এখনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি