তালায় শিক্ষককে কু+পিয়ে হ+ত্যা, গণপিটুনিতেে
সাতক্ষীরা তালা উপজেলা প্রতিনিধি
খেশরা ইউনিয়নের শাহাপুর গ্রামে রবিবার (২০ শে জুলাই) বিকেলে ঘটেগেছে এক মর্মান্তিক ঘটন। হরিহর নগর গ্রামের বাসিন্দা, শাহপুর হাফিজিয়া মাদ্রাসার শিক্ষক, হাফেজ শরিফুল ইসলাম (৩৮) নিজ মাদ্রাসার সামনে নির্মমভাবে হত্যার শিকার হন।
স্থানীয় সুএ ও খেশরা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এস এম লিয়াকত হোসেন জানান, একই গ্রামের বাসিন্দা মানসিক ভারসাম্যহীন রাজু গাজী (৩৬) শিক্ষক শরিফুলকে ডেকে মাদ্রাসার সামনে নিয়ে আসে। সেখানে হঠাৎ করেই সে দেশীয় ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি ভাবে কুপিয়ে গুরুত্বর জখম করে তাকে। ঘটনাস্থলেই শিক্ষক শরিফুলের মৃত্যু হয়।
তার চিতকারে এলাকাবাসী ছুটে এসে রাজুকে আটক করে গণপিটুনি দেয়, ঘটনাস্থলেই তারও মৃত্যু ঘটে।
খবর পেয়ে তালা থানার অফিসার ইনচার্জ মোঃ মঈনউদ্দীন ঘটনাস্থলে উপস্থিত হয়ে জানান, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। মরাদেহ উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে। ঘটনার তদন্ত চলছে, বিস্তারিত পরে জানানো হবে। এ ঘটনায় পুরো এলাকায় আতংক ও শোকের ছায়া নেমে এসেছে।