ডেঙ্গু আক্রান্ত হয়ে কুতুবদিয়ায় এক বৃদ্ধার মৃ+ত্যু হয়েছে
সংবাদদাতাঃ মহিউদ্দীন কুতুবী, উপজেলা কুতুবদিয়া, কক্সবাজার।
দ্বীপ উপজেলা কুতুবদিয়ায় ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে হাজেরা খাতুন (৮০) নামের এক বৃদ্ধ মহিলার মৃত্যু হয়েছে। দক্ষিণ ধুরুং নয়াপাড়ার মৃত মুহিব উল্লাহর স্ত্রী। রবিবার (২০ জুলাই) দুপুরে চট্টগ্রাম নেয়ার পথে মৃত্যু বরণ করে বলে জানা গেছে।
উপজেলায় গত দু’বছরে ডেঙ্গুর প্রকোপ দেখা দিললেও আক্রান্ত ব্যক্তিদের মধ্যে এটিই প্রথম রোগীর মৃত্যু বলেও যানা জায়।
মৃত হাজেরা খাতুনের পুত্র নুরুন্নবী বলেন, তার মা জ্বরে আক্রান্ত হলে গত বৃহস্পতিবার (১৭ জুলাই)ধুরুংবাজারে একজন প্রাইভেট ডাক্তার দেখান।এতে রক্ত পরীক্ষায় ডেঙ্গু পজেটিভ আসে। বাড়িতে তার চিকিৎসা চলাকালিন অবনতি হলে রবিবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে চিকিৎসক রোগীর অবস্থা তীব্রতর হওয়ায় রেফার করেন। এ্যাম্বুলেন্স যোগে চট্টগ্রাম যাবার পথে বাঁশখালী পৌছিলে দেড়টার দিকে গাড়ীতেই মা মারা যান।
উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. গোলাম মারুফের পরামর্শ, বয়স্ক ও শিশুদের ডেঙ্গু আক্রান্ত হলে অবহেলা না করে ঝুঁকি এড়াতে হাসপাতালে ভর্তি রেখে চিকিৎসা নেওয়া জুরুরি।