টেকনাফ পুলিশ কর্তৃক ০১টি দেশীয় তৈরী পাইপ গান,৩টি শটগানের কার্তুজ সহ ঘটনায় জড়িত ০৫ জন অপহরণ কারী আ*টক।
মো: মোজাম্মেল হক: স্টাফ রিপোটার কক্সবাজার:
কক্সবাজারের টেকনাফ পুলিশ কর্তৃক ০১টি দেশীয় তৈরী পাইপ গান, ০৩টি শটগানের কার্তুজ সহ ঘটনায় জড়িত ০৫ জন অপহরণ কারী আটক।
শনিবার (১৯ জুলাই) রাত আড়াইটার দিকে শামলা পুর লামার বাজার শৈকত কাউন্টারের পাশ থেকে তাদের আটক করা হয়।
বিষয়টি নিশ্চিত করে টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ জনাব মুহাম্মদ গিয়াস উদ্দিন বলেন, টেকনাফ থানাধীন উপকূলীয় বাহারছড়া তদন্ত কেন্দ্রের চৌকশ অফিসার পুলিশ পরিদর্শক জনাব দুর্জয় বিশ্বাস, এসআই (নিঃ) হাসান মিয়া, এএসআই (নিঃ) আব্দুল্লাহ আল মামুন, এএসআই(নিঃ) ইব্রাহিম খলিল সঙ্গীয় অফিসার-ফোর্সদের সহায়তায় গোপন সংবাদের মাধ্যমে ১। আব্বাস উদ্দিন (৪২), পিতা-নুরুল কবির, মাতা-মৃত সাকেরা বেগম, ২। সাকিবুল ইসলাম (২২), পিতা-আব্দুল হাকিম ভুট্টো, মাতা-নুরুল নাহার বেগম, ৩। ফরহাদ মিয়া (১৯), পিতা-সফি আলম, মাতা-করিমুন্নেছা, সর্ব সাং-আব্দুল হাকিম পাড়া, ০৮নং ওয়ার্ড, কোনাখালী ইউপি, ৪। মোঃ রবিউল হোসেন (২৭), পিতা-মৃত ইউনুছ আহাম্মদ, মাতা-লায়লা বেগম, সাং-ডেমুশিয়া, ০২নং ওয়ার্ড, ৫। মোঃ তাওসিফ (১৯), পিতা-সাহাব উদ্দিন, মাতা- বুলবুল আক্তার, সাং-ডেমুশিয়া, ০১নং ওয়ার্ড, সর্ব থানা-চকরিয়া, জেলা-কক্সবাজারদের আটক করেন আসামীদের হেফাজত হইতে ০১টি দেশীয় তৈরী পাইপ গান, ০৩টি শটগানের কার্তুজ উদ্ধার করেন।