অনলাইনে টাকার লোভ দেখিয়ে কোটি টাকা হাতিয়ে একদল চক্র।
রেজুয়ান আহমেদ সৈকত
ত্রিশাল(ময়মনসিংহ) প্রতিনিধিঃ
গত দের মাস ধরে অনলাইন জগতে whatsapp গ্রুপ এ লিংকের ইনবাইট এর মাধ্যমে একি ওয়েব সাইড একি লগো বিভিন্ন নাম ব্যবহার করে এই চক্রটি তাদের ওয়েব সাইডটি দিয়ে এই ব্যবসা করে আসছেন।
এই ওয়েব সাইড এ লগইন করতে মোবাইল নম্বর অবশ্যই বাধ্যতামূলক বিকাশ থাকতে হবে। ও একি পাসওয়ার্ড চার বার দিয়ে একাউন্ট লগইন করতে হবে ।
এই ওয়েব সাইড ডে প্রাথমিক অবস্থায় বিনিয়োগ করতে হয়।
এতে কিছু নির্দিষ্ট পরিমাণ অফার দেওয়া আছে যেমন ৭,হাজার টাকা বিনিয়োগ করলে প্রতিদিন ৬,২০ টাকা উত্তোলন ২০ দিন। বিশ দিন পর বিনিয়োগ এর মূলধণ সহ মোট ১৯,৪০০ টাকা আয়। এমন বিভিন্ন ধরনের অফার দিয়ে মানুষকে আকৃষ্ট করে প্রায় ১মাস ১৫/১৬ দিন যাবত মুনাফা দিয়ে কোটি টাকার উপরে বেশ বড় অংকের কাটা একাউন্টে নিয়ে। হঠাৎ তাদের এই ওয়েব সাইড বন্ধ করে আর কোন খোঁজ মেলেনা তাদের,,
একের পর এক নতুন নতুন ওয়েব সাইড তৈয়ারি করে মানুষকে ধোকা দিয়ে যাচ্ছে এই চক্রটি। তাই সকলের এমন লোভনীয় ওয়েব সাইড থেকে সকলের দূরে থাকা উচিৎ।