মেহেরপুরে ছাত্র-জনতার শহীদদের স্মরণে বিএনপির মৌন মিছিল
এস এ খান শিল্টু মেহেরপুর প্রতিনিধি :
২০২৪ সালের জুলাই ও আগস্ট মাসে ছাত্র-জনতার উপর চালানো দমন-পীড়নে নিহত শহীদদের স্মরণে মেহেরপুর জেলা বিএনপির উদ্যোগে এক মৌন মিছিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৮ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে মেহেরপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে এই মৌন মিছিল শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সাহাজি পাড়ার মোড়ে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
জেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব জাভেদ মাসুদ মিল্টনের নেতৃত্বে আয়োজিত এই কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট কামরুল হাসান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আমিরুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক ফয়েজ মোহাম্মদ, সদস্য ইলিয়াস হোসেন, আনসারুল হক, আলমগীর খান ছাতু, সদস্য আবু সালে নাসিম সাবেক পিপি মেহেরপুর জজ কোর্ট ওমর ফারুক লিটন, আখেরুজ্জামান, মকবুল হোসেন মেঘলা, রেজাউল হক, সাবেক সাংগঠনিক সম্পাদক কাজী মিজান মেনন, জেলা যুবদলের সাধারণ সম্পাদক কাওছার আলী, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক সাজেদুর রহমান বিপ্লবসহ জেলা বিএনপি এবং অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা।
সমাবেশে বক্তারা বলেন, “জুলাই-আগস্টের গণআন্দোলনে যারা শহীদ হয়েছেন, তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। আহতদের সুস্থতা কামনা করছি।"
বক্তারা আরও বলেন, “বর্তমান সরকার জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে। তাই অবিলম্বে নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচন দিতে হবে। বিএনপি ক্ষমতায় এলে গণআন্দোলনে যেসব ফ্যাসিস্টবাহিনী হামলা চালিয়েছে তাদের বিচার করা হবে।”
তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, “সন্ত্রাস দমন করতে হলে দলমত নির্বিশেষে কঠোর অবস্থানে যেতে হবে। মেহেরপুরে কোনো টেন্ডারবাজি ও চাঁদাবাজি বরদাশত করা হবে না। প্রশাসনকে বলছি—তাদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনুন।”
বক্তারা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে কটূক্তির প্রতিবাদ জানিয়ে বলেন, “যারা তারেক রহমানকে নিয়ে অপপ্রচার করছে, তাদের দ্রুত বিচারের মুখোমুখি করতে হবে।”
মিছিল ও সমাবেশ শান্তিপূর্ণভাবে শেষ হয়।