ভালুকায় পুলিশের বিশেষ অভি*যানে হে/রো/ইন-গাঁ/জা ও চোরাই মোটরসাইকেলসহ গ্রে,ফ,তার ৩
বিশেষ প্রতিনিধি: পুলক শেখ, ভালুকা, ময়মনসিংহ
১৯ জুলাই ২০২৫, শনিবার
ময়মনসিংহের ভালুকা উপজেলায় মাদক ও চোরাচালান বিরোধী বিশেষ অভিযানে হেরোইন, গাঁজা এবং চোরাই মোটরসাইকেলসহ তিনজনকে গ্রেফতার করেছে ভালুকা মডেল থানা পুলিশ। শুক্রবার (১৮ জুলাই) উপজেলার বিভিন্ন স্থানে চালানো পৃথক অভিযানে তাদের আটক করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, উপজেলার ধামশুর গ্রামের মৃত আবু সাইদের ছেলে উজ্জল, পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ও মৃত খোরশেদ মিয়ার ছেলে রবি মিয়া ভুট্রো (৬২) এবং কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ উপজেলার কোনাপাড়া গ্রামের মৃত সালেক মিয়ার ছেলে মোঃ কাজল মিয়া (৩০)।
পুলিশ জানায়, ধৃত উজ্জল ও রবি মিয়ার কাছ থেকে বিপুল পরিমাণ হেরোইন ও গাঁজা উদ্ধার করা হয়েছে। অন্যদিকে, কাজল মিয়াকে একটি চোরাই মোটরসাইকেলসহ আটক করা হয়। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করে শুক্রবার আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
ভালুকা মডেল থানার ওসি জানান, মাদক ও চোরাচালান প্রতিরোধে পুলিশের এ ধরনের অভিযান নিয়মিত চলবে।