বিএনপি’র সালাহউদ্দিন আহমদকে নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্যের প্রতিবাদে
কুতুবদিয়া উপজেলায় প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল
সংবাদদাতাঃমহিউদ্দীন কুতুবী, উপজেলা কুতুবদিয়া, কক্সবাজার।
কক্সবাজার জেলায় শনিবার (১৯ জুলাই ২০২৫ইং) আয়োজিত পদযাত্রায় এনসিপি নেতা নাসির উদ্দীন পাটোয়ারীর, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক যোগাযোগ প্রতি মন্ত্রী সালাহউদ্দিন আহমেদ এর বিরুদ্ধে কুরুচিপূর্ণ বক্তব্য দেওয়া হয়।
তার প্রতিবাদে কুতুবদিয়া উপজেলা যুবদলের আহ্বায়ক হুমায়ুন কবির’র সভাপতিত্বে প্রতিবাদ ও বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়।
এতে মিছিল শেষে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সহ সভাপতি মোঃ আবু মুছা কুতুবী,তিনি বক্তব্যে বলেন বিএনপির প্রতিষ্ঠাতা মরহুম শহিদ প্রসিডেন্ট জিয়াউর রহমানের সুসংগঠিত বৃহত্তর একটি দল এই দলের মানখুন্য করার লক্ষ্যে বিভিন্ন কৌশল অবলম্বন করে যাচ্ছে তারা, তবে আমাদের দলের নেতা কর্মীরকে উদ্দেশ্য করে বলছি আপনার কেউ উগ্রবাদী হয়ে এমন কোনো কাজ করবেন না, যার কারণে দলের ভাবমূর্তি নষ্ট হয়। তবে দেওয়ালে পিট ঠেকে গেলে ছাড় দেওয়া হবেনা।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সহ সভাপতি ও আলী আকবর ডেইল ইউনিয়ন বিএনপির সভাপতি ফিরোজ খান চৌধুরী, উপজেলা বিএনপির সাবেক সহ সভাপতি ও উত্তর ধুরুং ইউনিয়ন বিএনপির সভাপতি আলহাজ্ব নেজাম উদ্দিন মেম্বার, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও দক্ষিণ ধুরুং ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক কামরুল হাসান সিকদার, সাবেক উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম (রাজু), সাবেক উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও আলী আকবর ডেইল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আকতার কামাল সিকদার,বড়ঘোপ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জিয়াউল হক (জিয়া), উত্তর ধুরুং ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্বাস উদ্দিন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক জাহেদ খান শিকদার, উপজেলা শ্রমিক দলের সভাপতি শাহাদাত হোসেন (ভুট্টো), সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, উপজেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক, ইউছুপ নবী,
এই সময় উপস্থিত ছিলেন সদস্য সচিব হোছাইন আলী, কুতুবদিয়া উপজেলা ছাত্র দলের সাবেক সাধারণ সম্পাদক ও আলী আকবর ডেইল ইউনিয়ন যুবদলের আহ্বায়ক এম কাউছার হোসেন (রিপন), উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক বখতিয়ার উদ্দিন মোহাম্মদ চৌধুরী (শিবু), উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ও দক্ষিণ ধুরুং ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মোজাম্মেল হক,উত্তর ধুরুং ইউনিয়ন যুবদলের আহ্বায়ক ইমরুল ফারুক, আলী আকবর ডেইল ইউনিয়ন যুবদলের সদস্য সচিব নুরুল আলম, দক্ষিণ ধুরুং ইউনিয়ন যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক এহসানউল হক রুবেল কুতুবদিয়া উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মোঃ মোকাররম কুতুবী, সদস্য সচিব আবদুল্লাহ আল মান্নান, বড়ঘোপ ইউনিয়ন যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাছির উদ্দীন, উত্তর ধুরুং ইউনিয়ন যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাহমুদ করিম,বড়ঘোপ ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক আবদুল আজিজ, বড়ঘোপ ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক মহিউদ্দীন কুতুবী,বড়ঘোপ ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক দিদারুল ইসলাম, বড়ঘোপ ইউনিয়ন মৎস্যজীবি দলের মোঃ জাকেরউল্লাহ (জাকের) বিভিন্ন ইউনিয়নের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।