বগুড়ায় বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল
মোঃ দেলোয়ার হোসেন স্টাফ রিপোর্টার:
সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে কুরুচিপূর্ণ ও অশালীন মন্তব্যের প্রতিবাদে বগুড়া জেলা বিএনপির আয়োজনে আজ এক প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
প্রতিবাদ সমাবেশটি বেলা ১১:২০ মিনিটে বগুড়া শহরের আলতাফুন্নেছা খেলার মাঠে শুরু হয়ে দুপুর ১:১০ মিনিটে পুলিশ প্লাজা মোড়ে এসে শান্তিপূর্ণভাবে শেষ হয়। সমাবেশের সভাপতিত্ব করেন বগুড়া জেলা বিএনপির সভাপতি ও সাবেক মেয়র মোঃ রেজাউল করিম বাদশা। সমাবেশে বক্তারা বলেন, “বগুড়া হচ্ছে বিএনপির ঘাঁটি, শহীদ জিয়ার মাটি। যারা তারেক রহমানকে নিয়ে কটুক্তি করছে, তাদের বিরুদ্ধে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।”বক্তারা অবিলম্বে ফেব্রুয়ারির মধ্যে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের হাতে ক্ষমতা হস্তান্তরের আহ্বান জানানা।
প্রধান অতিথিসহ উপস্থিত নেতৃবৃন্দ: মোঃ মোশারফ হোসেন – ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক, বগুড়া জেলা বিএনপি ও সাবেক এমপি (কাহালু-নন্দীগ্রাম) ,মোঃ হেলালুজ্জামান তালুকদার লালু – চেয়ারপারসনের উপদেষ্টা,মোঃ ভিপি সাইফুল ইসলাম – সাবেক সভাপতি, বগুড়া জেলা বিএনপি, মোঃ মাহবুবুর রহমান – চেয়ারপারসনের উপদেষ্টা মোঃ আলী আজগর তালুকদার হেনা – সাবেক সাধারণ সম্পাদক, বগুড়া জেলা বিএনপি মোঃ শহিদুল নবী সালাম – সাংগঠনিক সম্পাদক, জেলা বিএনপি,মোঃ খায়রুল বাশার – সাংগঠনিক সম্পাদক, জেলা বিএনপি,মোঃ হামিদুল হক হিরো – সভাপতি, বগুড়া শহর বিএনপি,মোঃ এম আর ইসলাম স্বাধীন – সহ-সভাপতি, বগুড়া জেলা বিএনপি,মোঃ জাহাঙ্গীর আলম – সভাপতি, বগুড়া জেলা যুবদল, মোঃ আবু হাসান – সাধারণ সম্পাদক, বগুড়া জেলা যুবদল, মোঃ মুকুল সরকার – সভাপতি, বগুড়া জেলা স্বেচ্ছাসেবক দল, মোঃ আহসান হাবীব মমি – সভাপতি, বগুড়া শহর যুবদল,মোঃ সাইফুল ইসলাম রনি – সভাপতি, বগুড়া জেলা কৃষক দল,মোঃ হাবিবুর রহমান সন্ধান – সভাপতি, বগুড়া জেলা ছাত্রদল, মোঃ জামিনুর রহমান শাওন – সভাপতি, বগুড়া শহর স্বেচ্ছাসেবক দল,মোঃ হোসেন আলী – সাধারণ সম্পাদক, বগুড়া শহর স্বেচ্ছাসেবক দল। এছাড়াও বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী কর্মসূচিতে অংশগ্রহণ করেন। সমাবেশ ও বিক্ষোভে প্রায় ২০,০০০ থেকে ২২,০০০ জন অংশগ্রহণ করেন। পুরো কর্মসূচি শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়। কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। জেলা পুলিশের পক্ষ থেকে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয় এবং মাঠ পর্যায়ে আইনশৃঙ্খলা বাহিনী সক্রিয় ভূমিকা পালন করে।