পাবনার ঈশ্বরদীতে জামাত নেতার ইন্তেকাল
মিনারুল ইসলাম (স্টাফ রিপোর্টার পাবনা)
: ঈশ্বরদী সলিমপুর ইউনিয়নের চর মিরকামারি (পশ্চিমপাড়া) ১নং ওয়ার্ডের (ওয়াপদা ১নং গেটে নিবাসী মাহবুব বিশ্বাসের বড় ছেলে নেসকো ঈশ্বরদীর মিটার রিডার 'মোস্তাফিজুর রহমান কলম বিশ্বাস ঢাকা জামায়াত ইসলামির মহাসমাবেশ যোগদানের উদ্দেশ্যে ঈশ্বরদী সলিমপুর থেকে ছেড়ে আসা বাসে আজ ভোর ৪:২০ মিনিটের সময় শেষ নিঃশ্বাস ত্যাগ করিয়াছেন (ইন্না ইলাহি ওয়া ইন্না ইলাহী ওয়া রাজিউন) মোস্তাফিজুর রহমান কলমের সফরসঙ্গীরা জানান, রাত আনুমানিক ৩টার সময় গাড়ি গাজীপুর চান্দুরা পৌঁছালে তিনি অসুস্থতা অনুভব করেন, প্রথমে একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। সেখানে ডাক্তার না থাকায় পরে শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিশেষায়িত হাসপাতালে জরুরী বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত বলে ঘোষণা করেন। আজ বাদ আছর চরমিরকামারী পশ্চিম পাড়া কেন্দ্রীয় গোরস্থানে দাফন করা হবে।