পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান ২০২৫
মো: জহিরুল ইসলাম
উপজেলা প্রতিনিধি নকলা (শেরপুর)
শেরপুরের নকলায় ডেঙ্গু ও মশাবাহিত অন্যান্য রোগ প্রতিরোধ সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
১৯ জুলাই (শনিবার) সকাল ১১ ঘটিকায় নকলা উপজেলা পৌর প্রশাসকের সভাপতিত্বে উপজেলা হল মোড় থেকে, ডেঙ্গু মশাবাহিত ও অন্যান্য রোগ প্রতিরোধে স্কাউটের সমন্বয়ে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেন নকলা পৌর প্রশাসক মোঃ জাহাঙ্গীর আলম।
এ সময় পৌর প্রশাসক কার্যালয়ের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, উপজেলা পরিষদের কর্মকর্তারা এবং নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সহ প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
পৌর প্রশাসক জাহাঙ্গীর আলম সাংবাদিক দেরকে ব্যাপক প্রচার প্রচারণার মাধ্যমে ময়লা- আবর্জনা যত্র তত্র না ফেলে নির্ধারিত ডাস্টবিন ব্যবহারের জন্য অনুরোধ করেন।
মশক নিধনের মাধ্যমে ডেঙ্গু এবং মশাবাহিত রোগ নির্মূলে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলে পৌরবাসীকে আশ্বস্ত করেন।
তিনি আরো বলেন
ময়লা আবর্জনা যত্রতত্র ফেল্লে,সেখান থেকে রোগের সৃষ্টি হয়। তাই ময়লা আবর্জনা যত্রতত্র না ফেলে নির্দিষ্ট স্থানে ফেলবো।