তারেক রহমানের নামে কটুক্তি ও নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে আশাশুনিতে যুবদলের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ।
আনারুজ্জামান বিশেষ প্রতিনিধি।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নামে কটুক্তি ও নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে আশাশুনিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে উপজেলা যুবদলের নেতাকর্মীরা।
শুক্রবার বিকালে উপজেলা যুবদলের আয়োজনে শত শত নেতাকর্মীর অংশগ্রহণে একটি বিক্ষোভ মিছিল জনতা ব্যাংক চত্বর থেকে শুরু হয়ে সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। বিক্ষোভ মিছিল শেষে প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাফিজুল ইসলাম।প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা যুবদল নেতা মাসুদ রানা সবুজ।যুগ্ম আহ্বায়ক শফিউল আলম সুজনের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন যুবদলের সদস্য সচিব আবু জাহিদ সোহাগ, যুগ্ম আহ্বায়ক সাদিক আনোয়ার ছট্টু, আব্দুর রহিম ছোট, সরদার রুহুল আমিন, স ম আক্তারুজ্জামান, রফিকুল ইসলাম, সেকেন্দার আলী বাদশা, ছাত্রদলের আসাদুর রহমান আসাদ প্রমুখ।বক্তারা দেশ নায়ক তারেক রহমানের বিরুদ্ধে কটুক্তিকারীদের অবিলম্বে শাস্তির দাবি জানান এবং জাতীয় নির্বাচন বানচালের ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে দেশবাসীকে সতর্ক থাকার আহ্বান জানান।