ঢাকায় সমাবেশে যোগ দিতে বাঞ্ছারামপুর থেকে জামায়াতের রওনা
রিপন সরকার বাঞ্ছারামপুর, (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
রাজধানী ঢাকায় ১৭ বছর পর বাংলাদেশ জামায়াতে ইসলামীর জাতীয় মহাসমাবেশ সফল করার লক্ষ্যে প্রায় ২ হাজার নেতাকর্মী ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর থেকে রওনা হয়েছেন।
শনিবার (১৯ জুলাই) ভোর ৬টায় উপজেলার দশানী থেকে লঞ্চে করে তারা সদর উপজেলার কড়িকান্দি ফেরিঘাটের উদ্দেশ্যে রওনা দেন। সেখান থেকে ঢাকার উদ্দেশে যাত্রা করে তারা।
বাঞ্ছারামপুর উপজেলা জামায়াতের আমির মাওলানা কাজী আবুল বাশার বলেন, “আজকের সমাবেশ সফলভাবে শেষ করে যেন সবাই সুস্থভাবে ঘরে ফিরতে পারি, প্রিয় দেশবাসীর কাছে দোয়া চাই।”
উপজেলা সেক্রেটারি মো. শামীম নূর ইসলাম বলেন, “ঢাকার সমাবেশে বাঞ্ছারামপুর থেকে প্রায় ২ হাজার নেতাকর্মী ও তৌহিদি জনতা নিয়ে যাচ্ছি। যে পরিমাণ প্রস্তুতি ছিল, তার চেয়ে অনেক বেশি সাড়া পেয়েছি। আলহামদুলিল্লাহ।”
০১৭১৪২১৯৮৭৫
১৯ জুলাই ২০২৫